Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুরের পীর-মুরিদ হত্যা মামলার প্রধান আসামি বাবু ৭ দিনের রিমান্ডে

| প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

দিনাজপুর অফিস : দিনাজপুরের চাঞ্চল্যকর পীর-মুরিদ হত্যা মামলার প্রধান আসামি শফিকুল ইসলাম বাবুকে ৭ দিনের রিমান্ডে নিয়ে পুলিশ।
দিনাজপুরের কোর্ট পরিদর্শক শহীদ সোহরাওয়ার্দী জানান, মঙ্গলবার বিকেলে চাঞ্চল্যকর পীর ফরহাদ হোসেন চৌধুরী ও মুরিদ রুপালী বেগম পারুল হত্যা মামলার প্রধান আসামি শফিকুল ইসলাম বাবুকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লুৎফর রহমানের আদালতে হাজির করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন বোচাগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন। শুনানি শেষে বিচারক বাবুকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ সুপার মো. হামিদুল আলম জানান, সোমবার রাতে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগের কিছু অপরাধে জড়িত থাকার বিষয়ে মুখ খুললেও কথিত পীর ফরহাদ হোসেন চৌধুরী এবং নারী মুরিদ রূপালী বেগমকে হত্যার প্রশ্ন কৌশলে পাশ কাটানোর চেষ্টা করেছে সে। এর আগে দরবার শরীফের খাদেম সাইদুর রহমান এবং হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাথরডুবি গ্রামের আরেক পীর ইসাহাক আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পুলিশের কাছে ওই ২জন হত্যাকান্ডের সাথে শফিকুল ইসলাম বাবু সরাসরি জড়িত বলে জানায়।
সোমবার সকালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী জয়মনিরহাট বাজার থেকে তাকে আটক করে র‌্যাব। পরে রাতে আটক বাবুকে বোচাগঞ্জ থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিনাজপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ