Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুরে আদালত চত্বর থেকে পালানোর ৬দিন পর হত্যা ডাকাতিসহ ৬ মামলার আসামী আটক

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ১০:০৯ পিএম

দিনাজপুর চীফ জুডিশিয়াল আদালত চত্বর থেকে হত্যা ডাকাতি চুরি ছিনতাইসহ ৬টি মামলার পালিয়ে যাওয়া আসামীকে ৪দিন পর আজ রবিবার ঢাকার কালিকাপুর থেকে গ্রেফতার করেছে কোতয়ালী পুলিশ। গত ১০ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) লূৎফর রহমান আদালতে তোলার সময় পালিয়ে যায়।

কোতয়ালী থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, জেলা কারাগার থেকে হাজিরা দেয়ার জন্য কোর্টে আনা হয়। সকাল ১১ টার দিকে আদালতে তোলার পথে সকলের সামনে থেকে সে পালিয়ে যায়। পুলিশ জানায় বিভিন্ন জায়গায় অবস্থানের পর সে ঢাকায় চলে যায়। আজ রবিবার (১৩ ফেব্রুয়ারী) তাকে আটক করে দিনাজপুরে নিয়ে আসা হয়েছে। আগামীকাল ১৪ ফেব্রুয়ারী তাকে আদালতে তোলার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ৩১-১০-২০২১ তারিখে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছিল। সে হ্যান্ডকাপ পড়া অবস্থায় পালিয়েছে। তার বাড়ী দিনাজপুর সদর উপজেলার শিকদারহাট এলাকায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিনাজপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ