বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদারীপুর জেলা সংবাদদাতা : মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চাষার গ্রামে স্কুল শিক্ষককের শারীরিক নির্যাতনের শিকার হওয়া ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীর ৫ মাসের গর্ভের সন্তানকে স্থানীয় প্রভাবশলীদের চাপের মুখে জোরপূর্বক গর্ভপাত ঘটানোর পর তার পরিবারকে এবার মামলা না করতে হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় ,ঘটনার পর ওই ছাত্রীটিকে বর্তমানে এলাকায় আর খুঁজে পাওয়া যাচ্ছেনা। সে কি নিখোঁজ হয়েছে বা নিখোঁজ করা হয়েছে বা তাকে কৌশলে অপহরণ করে হত্যা করে লাশ হয়তো বা কোথাও গুম করা হয়েছে কিনা সে বিষয়টি এখনও নিশ্চিত করে এলাকার কেউ বলতে পারছে না। ছাত্রীটির গর্ভপাতের বিষয়টি দৈনিক ইনকিলাবসহ বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হবার পর প্রভাবশালী মহলটি উঠে পড়ে লেগেছে। বিভিন্নভাবে বিভিন্ন মহলে এ কুরুচিপূর্ণ ঘটনা যাতে প্রকাশ না পায় তদবিরসহ বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা চলছে বলে অভিযোগ।
সরেজিমনে এলাকায় গিয়ে খোঁজ নিয়ে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের জালালপুর আইডিয়াল উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক স্থানীয় সম্ভ্রান্ত ধনাঢ্য ব্যক্তি হাজী সুলতান মাদবরের (৫০) স্ত্রী দীর্ঘদিন আগে মারা যাওয়ার পর থেকে তিনি নিজ গ্রামে স্কুলটির প্রতিষ্ঠাতা শিক্ষক হিসেবে বসবাস করে আসছিলেন। এবং তার ছেলে মেয়েরা ঢাকায় থাকেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।