নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে মেসি-আগুয়েরোরা এখন বুয়েন্স আয়ার্সে। আগামী ২৪ ও ২৯ মার্চ (বাংলাদেশ সময় পরের দিন ভোর) আর্জেন্টিনার প্রতিপক্ষ যথাক্রমে চিলি ও বলিভিয়া। এর প্রস্তুতি হিসেবে অনুশীলনও শুরু করেছে এদগার্দো বাউসার দল। তবে অনুশীলন পূর্ববর্তী বা পরবর্তী কোনো সংবাদ সম্মেলনে অংশ নেয়নি তারা।
আর্জেন্টিনা দলের সংবাদ সম্মেলন বয়কটের কারণটি নিশ্চয় সবার জানা। গত নভেম্বরেই মিডিয়া বয়কটের ঘোষণা দেয় তারা। দলের স্ট্রাইকার এজেকুয়েল লাভেজ্জির বিপক্ষে মিথ্যে সংবাদ পরিবেশনের প্রতিবাদে তাদের এই আন্দোলন। যে কারণে সোমবার বিমানবন্দরে নেমেও মিডিয়ার সাথে কোনো কথা বলেননি ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার সার্জিও আগুয়েরো, নিকোলাস ওটোমেন্ডি, মার্কোস রোহো ও সার্জিও রোমেরো। দুই বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি ও হাভিয়ের মাচেরানোর দলের সাথে যোগ দেয়ার কথা গতকাল। তারাও বিমান থেকে নেমে মিডিয়া এড়িয়ে সেখান থেকে সরাসরি আর্জেন্টিনার এফএ ট্রেনিং কমপ্লেক্সে যাওয়ার কথা।
গত নভেম্বরে কলম্বিয়ার বিপক্ষে মাচের আগে অনুশীলনের সময় নাকি গাঁজা সেবন করেছিলেন লাভেজ্জি। এমন খবর লাভেজ্জিকে বিহ্বল করে। এর প্রতিবাতে কলম্বিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয়র পর দলের পক্ষ থেকে মিডিয়া বয়কটের ঘোষণা দেন অধিনায়ক লিওনেল মেসি।
আপাতত এসব নিয়ে অবশ্য ভাববার সময় নেই মেসিদের। বিশ্বকাপ বাছাইয়ে আসছে ম্যাচগুলো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দশ দলের এই প্রতিযোগিতায় ১৯ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার আবস্থান এখন পাঁচে। তাদের চেয়ে এক পয়েন্টে এগিয়ে তিন ও চারে যথাক্রমে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি ও ইকুয়েডর। ২৭ পয়েন্ট নিয়ে ব্রাজিল শীর্ষে, দুইয়ে থাকা উরুগুয়ের সংগ্রহ ২৩ পয়েন্ট। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের মূল পর্বের টিকিট পেতে শীর্ষ চারে থাকতে হবে মেসিদের।
নিজেদের মাঠে কোপা আমেরিকো চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে নামার পাঁচ দিন পর বলিভিয়া ভ্রমণ করবে মেসি-ডি মারিয়ারা। এর মাঝে একটি দুঃসংবাদ দিয়ে রেখেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন চোটের কারণে দলে পাওয়া যাবে না পাওলো জাবালেতাকে, ডান পায়ের ইনজুরিতে অনিশ্চিত জুভেন্টাস স্ট্রাইকার পাওলো দিবালাও।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।