Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবাহনী ছেড়ে মেহামেডানে তামীম

| প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : চতুর্থ ইনিংসে শ্রীলংকার ১৯১’র চ্যালেঞ্জ পাড়ি দিয়েছে বাংলাদেশ তামীমের ৮২ রানে। দারুন ওই ইনিংসে বাংলাদেশের শততম টেস্ট জয়ের নায়ক স্ত্রী, পুত্র সন্তানের সঙ্গে জন্মদিন পালনে যখন উড়ে গেছেন মুম্বাই, তার আগেই ঘটেছে বিশাল ঘটনা। সর্বশেষ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে আবাহনীর শিরোপা জয়ে নেতৃত্ব দেয়া এই বাঁ হাতি ওপেনারকে এবার আর পাচ্ছে না আবাহনী। তাকে রাখতে সর্বশেষ চেস্টা ব্যর্থ হয়ে গেছে আবাহনীর। মোহামেডান সমর্থকদের জন্য দারুণ সংবাদ দিয়েছেন তামীম। আবাহনী ছেড়ে এবার যোগ দিচ্ছেন তামীম মোহামেডানে। ঢাকার ক্লাব ক্রিকেটে বন্ধু সাকিবের সঙ্গে বিচ্ছেদও হয়ে গেল তার। এই সুসংবাদ দিয়েছেন মোহামেডান ক্রিকেট কমিটির সদস্য জিয়াউর রহমান তপু। পুলের পেস বোলার শুভাশিষকেব রেখে, বাঁ হাতি স্পিনার তাইজুলকে দলে ভিড়িয়ে পুলের বাইরে মেহেদী হাসান মিরাজকে পেয়ে এমনিতেই হৈ চৈ ফেলে দিয়েছে মোহামেডান। তামীমকে পেয়ে এবার শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন দেখতেই পারে ঐতিহ্যবাহী এই দলটি। ইতোমধ্যে অভিষেক,আজিম,সাজেদুল,রনি তালুকদার,সামছুর রহমান শুভ,আবিদ হোসেন,আবদুর রহমান রনি,অমিত কুমার নয়ন,জুবায়ের হোসেন লিখনকে পেয়ে ভারাসাম্যপূর্ন দল গড়ে তামীমের মতো তারকাকে দলে ভেড়াতে পেরে চমক দিয়েছে মোহামেডানের ক্রিকেট কমিটি। অধিনায়ক হিসেবেও তামীমকে দায়িত্ব দেয়ার কথা ভাবছে বলে জানিয়েছে ক্লাবের আর একটি সূত্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবাহনী

১০ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ