Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যাংকের শেয়ারের দাম বাড়ায় ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

| প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : টানা দুই দিন সূচক ও লেনদেনের নিম্নমুখী প্রবণতার পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজাওে লেনদেন হয়েছে। দিনভর সূচকের ওাানামা শেষে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন। তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২৯ দশমিক ১৩ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৬৫ পয়েন্ট।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় পুঁজিবাজার উত্থান হয়েছে। গতকাল তালিকাভুক্ত ব্যাংকের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৬টির, কমেছে ৩টির ও অপরিবর্তিত রয়েছে ১টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে আর্থিক প্রতিষ্ঠান খাতের ২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫টি, কমেছে ৬টির ও অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানির শেয়ারের দাম।
উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ৩৫৭ কোটি ০৬ লাখ টাকা । গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৫১ কোটি ৫৭ লাখ। ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ২৬৩ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত সোমবার লেনদেন হয়েছিল ৯৯৫ কোটি ৪০ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৬৭ কোটি ৬০ লাখ টাকা।
ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৯ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭২৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৭৬ পয়েন্ট কমে ১ হাজার ৩০০ পয়েন্টে এবং ৪ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ৬৫ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেন হওয়া ৩২৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ১৬৯টির এবং কোনো পরিবর্তন হয়নি ২৮টি কোম্পানির শেয়ারদর। এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো এবি ব্যাংক, সিটি ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, ইউসিবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আরএসআরএম স্টিল এবং বেক্সিমকো লিমিটেড।
অন্যদিকে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৯৪ কোটি ৬ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৫৬ কোটি ১৭ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৩৭ কোটি ৮৯ লাখ টাকার বেশি। সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৪৯ দশমিক ৬৩ পয়েন্ট কমে ১০ হাজার ৭৬৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৮০ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৭৬৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৯ দশমিক ০১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৫ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৪৩ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হওয়া ২৫৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ১২৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৪টি কোম্পানির শেয়ারদর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো এবি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, ইউসিবি ব্যাংক, সিটি ব্যাংক, এক্সিম ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাংক

৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ