Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

শাবির ২শ’ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প অনুমোদন

| প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

শাবি সংবাদদাতা : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য ২শ’ কোটি ৩৮ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। গতকাল (মঙ্গলবার) একনেকের সভায় প্রকল্পটির অনুমোদন দেয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া। বিশ্ববিদ্যালয় পরিকল্পনা ও উন্নয়ন দফতরের পরিচালক মোল্লা আকবর হোসেন জানান, আবাসিক সমস্যা সমাধানে ছাত্রীদের জন্য চারতলা নতুন একটি হল, ছেলেদের সৈয়দ মুজতবা আলী হল বর্ধিতকরণ এবং শিক্ষকদের কোয়ার্টার নির্মাণের প্রস্তাব রয়েছে প্রকল্পটিতে।
তিনি আরো জানান, একাডেমিক ভবন নির্মাণের প্রস্তাবনাও এ প্রকল্পে। একাডেমিক ভবনের মধ্যে ড. এম এ ওয়াজেদ আইআইসিটি ভবনের ৫ম থেকে ১০ম তলা, কেমিক্যাল এন্ড পলিমার ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য নতুন একটি ওয়ার্কশপসহ বিভিন্ন যন্ত্রপাতি কেনার অনুমোদন দেয়া হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের চারপাশে সীমানা প্রাচীর বাবদ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে এই প্রকল্পে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনুমোদন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ