২০৩৫ সালের মধ্যে মাত্রাতিরিক্ত মোটা হবেন ৪০০ কোটি মানুষ
২০৩৫ সালের মধ্যে মাত্রাতিরিক্ত ওজন বা মোটা হবেন বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ। সংখ্যার বিচারে যা
প্র : আমি অবিবাহিতা। বয়স ২২। দীর্ঘদিন আমার চোখের নিচে কালো দাগ পড়েছে। এ জন্য আমার বেশ সৌন্দর্যহানি হয়েছে। ওষুধ ব্যবহার করেছি। কাজ হয়নি। এ জন্য আপনার শরণাপন্ন হলাম।
Ñরুমা। কলাবাগান। ঢাকা।
উ : অতিরিক্ত দুশ্চিন্তা, টেনশন এবং রাত জাগার কারণে আপনার এটি হয়েছে বলে মনে হচ্ছে। তা ছাড়া কসমেটিক এলার্জির জন্যও এটি হতে পারে। আপনি একজন অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।
প্র : আমি বিবাহিত। বয়স ৪২। বর্তমানে সহবাসে আমার লিঙ্গ একেবারে দুর্বল হয়ে গেছে। শক্ত হয়ে আবার নরম হয়ে যায়। তাছাড়া মিলনের সাথে সাথে বীর্য স্খলন হয়ে যায়। এতে আমি বিব্রত।
Ñশফিক। কচুয়া। চাঁদপুর।
উ : আপনার সমস্যাটি দূর করা সম্ভব। একজন যৌনরোগ বিশেষজ্ঞ আপনার সেক্স-হরমোন এনালাইসিস করে আপনাকে সুস্থ করতে পারবেন।
প্র : আমি অবিবাহিত। বয়স ২৯। আমার মাথার তালু থেকে সামনে পর্যন্ত অধিকাংশ চুল পড়ে গেছে। এ অবস্থায় আমার মাথায় কি চুল গজানো সম্ভব?
Ñআবুল বাসার। ফরিদপুর।
উ : চুল গজানো সম্ভব। এ জন্য আছে স্টেমসেল থেরাপি ও পিআরপি থেরাপি। এ দুটি প্রক্রিয়ায়ই কোনো পার্শ্বক্রিয়া ছাড়া টাক মাথায় চুল গজাতে সক্ষম।
প্র : আমি বিবাহিতা। বয়স ৪০। আমার মুখে মেছতা প্রকট আকার ধারণ করেছে। আমি বাইরে বের হতে বা কারও বাসায় বেড়াতে যেতে পারছি না। আপনি আমার মুখের মেছতা ভালো করে দিতে পারবেন?
Ñ জেনিফার। গুলশাল। ঢাকা।
উ : মেছতার অনেক কারণ আছে। আপনার রক্তের বিভিন্ন হরমোন এনালাইসিস করে এবং ইতিহাস জেনে মেছতা নির্মূল করা সম্ভব।
Ñডা. এ কে এম মাহমুদুল হক খায়ের।
ত্বক, যৌন, সেক্স ও অ্যালার্জি বিশেষজ্ঞ
এবং কসমেটিক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট, বঙ্গবন্ধু মেডিকেল
বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০১৭১৯২১৯৪২৯, ০২৯৩৪২৮৭৬।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।