Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশুদের সুস্থ ও সবলভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের-রাসিকের দায়িত্বপ্রাপ্ত মেয়র

| প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র মোঃ নিযাম উল আযীম বলেছেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুস্থ ও সবলভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের। শিশুদের রোগমুক্ত রাখতে তাদের স্বাস্থ্য সচেতনভাবে গড়ে তুলতে হবে। এ জন্য অভিভাবকসহ শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তবে আমরা পাব সুস্থ সবল জাতি। যারা আগামীতে দেশকে এগিয়ে নিয়ে জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবে। আগামী ১-৬ এপ্রিল কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পালন করবে রাজশাহী সিটি কর্পোরেশন। গতকাল সকালে এ উপলক্ষে নগরভবন সরিৎ দপ্তগুপ্ত সভা কক্ষে অ্যাডভোকেসি সভায় এসব কথা বলেন।
তিনি বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের চেয়ে সকল দিকে এগিয়ে। ইপিআই বার বার প্রথম, সম্প্রতি বায়ুদূষণে সেরা নগরীর স্বীকৃতি অর্জন করেছে। আর এ সবকিছুই মহানগরবাসীর সচেতনতার ফলে সম্ভব হয়েছে। আমাদের এ সাফল্য ধরে রাখতে চাই। এ জন্য চাই সকলের সহযোগিতা। একটি শিশুও যেন কৃমিনাশক ট্যাবলেট খাওয়া থেকে বাদ না পড়ে সেজন্য সংশ্লিষ্ট সকলকে আরও বেশি দায়িত্বশীল হবার আহ্বান জানান। কৃমি ট্যাবলেট খাওয়ানোর বিষয়ে কোন কুসংস্কারে বিশ্বাসী না হয়ে তাদের সাহস দিয়ে এ বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে।
শিক্ষা, স্বাস্থ্য, পরিবার-পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষণ ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি মোসাঃ নাজমা খাতুন সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক (স্বাস্থ্য) ড. ইসমত আরা, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম মনিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার ড. সাবরিনা আনাম, আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার ফারুক মোঃ আব্দুল মুনিম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশু

১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ