বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহে রেল লাইন নির্মাণের দাবিতে মানুষ সোচ্চার হয়ে উঠেছেন। জেলার বিভিন্ন স্থানে প্রায়ই রেল লাইনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন হচ্ছে। গতকাল রোববার জেলা শহরের বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ভেদাভেদ ভুলে এক কাতারে সামিল হন। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী শহরের পায়রাচত্বরে এ কর্মসূচির আয়োজন করে নাগরিক কমিটি। কর্মসূচিতে বক্তব্য রাখেন ঝিনাইদহ পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, হরিণাকুন্ডু উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এম এ মজিদ, নাগরিক কমিটির নেতা মিজানুর রহমান মিজু, ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান খোকা, সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, উপাধ্যক্ষ এন এম শাহজালাল, নাগরিক কমিটির আহŸায়ক ভাষা সৈনিক আমির হোসেন মালিতা, নন্দ দুলাল সাহা, ডা. হাসানুজ্জামান, মানবাধিকার কর্মী শরিফা খাতুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও শ্রেণি পেশার মানুষ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, ঝিনাইদহ জেলাকে অর্থনৈতিকভাবে উন্নয়নের জন্য রেললাইনের কোন বিকল্প নেই। এজন্য ঝিনাইদহবাসীর উন্নয়নে যশোর থেকে ঝিনাইদহ হয়ে পদ্মাসেতু পর্যন্ত রেল লাইন স্থাপনের দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদাণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।