Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক ফ্লাইট চালুর মাধ্যমে সরকার সিলেটবাসীর দাবি বাস্তবায়ন করেছে -রাশেদ খান মেনন

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ওসমানী বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালু করে সরকার সিলেটবাসীর দাবি বাস্তবায়ন করেছে। পর্যায়ক্রমে সবদেশের ফ্লাইট এখানে ওঠা-নামা করবে। গতকাল রোববার সকালে ছাতকে আনুষ্ঠানিকভাবে গোবিন্দগঞ্জ হসপিটালের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ইংলিশ মিডিয়াম স্কুল ব্রিজ একাডেমি হলে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি। দেশে জঙ্গি উত্থানের প্রসঙ্গ উলেখ করে মন্ত্রী কলেন, জঙ্গি দমনে সরকারের ভুমিকা অত্যন্ত কঠোর। একটি মহলের ইন্দনে দেশে জঙ্গ তৎপরতা চালানো হচ্ছে। ইসলাম জঙ্গি ও উগ্রতা কখনো সমর্থন করেনা। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এবং রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ধর্মপ্রাণ যুকদের জঙ্গির দিকে ঠেলে দিচ্ছে একটি মহল। সহজ-সরল এসব যুকদের জঙ্গির পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানান তিনি। জমজম হেলথ কেয়ার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমানের সভাপতিত্বে ও এ টি এম কয়েছের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউনিয়ন ভিত্তিক কমিউনিটি ক্লিনিক চালু করেছে। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হাসপাতাল ও ক্লিনিকেও চিকিৎসা সেবা গ্রহণের ব্যাপক সুযোগ রয়েছে এদেশে। গোবিন্দগঞ্জে প্রবাসীদের প্রচেষ্টা ও অর্থায়নে আধুনিক হাসপাতাল নির্মাণ করা হলে একটি বিশাল এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক

১৩ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ