Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

আগামী নির্বাচন হবে রাজনৈতিক স্বার্থবিহীন একটি সরকারের অধীনে -ব্যারিস্টার মওদুদ

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : একাদশ নির্বাচন কোনো ভাবেই ‘একদলীয়’ হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ। গতকাল শনিবার বিকালে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করেন। তিনি বলেন, আমরা দৃঢ়তা সাথে বলতে চাই, এবার আর একদলীয়  কোনো নির্বাচন করতে দেয়া হবে না। সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে আগামী নির্বাচন হবে। সেই নির্বাচন একটি সহায়ক সরকার বলেন, নির্দলীয় সরকার বলেন আর নিরপেক্ষ সরকার বলেন- এমন একটি সরকারের অধীনে হবে, যে সরকারের কোনো রাজনৈতিক স্বার্থ থাকবে না। ইনশাল্লাহ সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই হারানো গণতন্ত্র আমরা ফিরিয়ে আনবো।
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জিয়া সাংস্কৃতিক সংগঠন-জিসাস এর উদ্যোগে জিয়াউর রহমান স্মরণে ‘নতুন তারা’ সাংস্কৃতিক পদক বিতরণ উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে ক্রেস্ট বিতরণ করেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য।
সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, যে যাই বলুক না কেনো শহীদ জিয়াই সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। যারা এ নিয়ে বিতর্ক তুলতে চান বা বিতর্ক তুলতে পারেন, কিন্তু ইতিহাসের সত্য কথা হলো শহীদ জিয়াই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ওই সময়ে আমরা কারোর কন্ঠে কারোর কথা শুনতে পাই নাই, একমাত্র মেজর জিয়ার কন্ঠেই আমরা স্বাধীনতার ঘোষণা শুনেছি। যেজন্য তাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
দেশের অবস্থা তুলে ধরে তিনি বলেন, বর্তমানে দেশে যে একদলীয় শাসনব্যবস্থা প্রচলন আছে এটা মুক্তিযুদ্ধ, গণতন্ত্রের মূল চেতনা বা স্বাধীনতা-সার্বভৌমত্বের পরিপন্থী। আওয়ামী লীগ আসলে স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না। আজকে আমরা গণতন্ত্র হারিয়ে ফেলেছি। এখন আমাদের দায়িত্ব হবে এই গণতন্ত্রকে ফিরিয়ে আনা এবং সেটা করতে হবে জনগণের শক্তিকে ঐক্যবদ্ধ করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই।
স¤প্রতি জঙ্গি আটকের ঘটনার প্রসঙ্গ টেনে উদ্বেগ প্রকাশ করে আবারো সকল রাজনৈতিক দলকে নিয়ে সরকারকে জাতীয় ঐক্য গড়ে তোলার আহŸান জানান ব্যারিস্টার মওদুদ।
সংগঠনের সভাপতি আবুল হাশেম রানা’র সভাপতিত্বে আলোচনা সভায় কেন্দ্রীয় জিসাস নেতারা বক্তব্য রাখেন।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যারিস্টার মওদুদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ