Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুজারা-কামিন্সে টানাটানি

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : একটা আদর্শ ক্রিকেটিয় দিন সম্ভবত একেই বলে। ভারত খুশি মাত্র ৫ উইকেট হারিয়ে দিন পার করতে পারায়। অস্ট্রেলিয়াও নিশ্চয়ই খুশি নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ২৪০ রান খরচায়। লড়াইটা চলেছে মূলত চেতস্বর পুজারা ও প্যাট কমিন্সের মধ্যে। পুজারা অপরাজিত ১৩০ রানে। আর উইকেটের চারপাশে আগুন ঝরিয়ে ৩ উইকেট তুলে নেন কমিন্স। এই দু’জনের টানাটানিতে জমে উঠেছে রাচি টেস্ট।
পুজারাকে ফেরাতে সম্ভাব্য সব অস্ত্র প্রয়োগ করলেন অর্ধযুগ পর দলে ফেরা ২৩ বছর বয়সী পেসার কমিন্স। কিন্তু কিছুতেই টলানো যায়নি ওয়ানডাউনে নামা ২৯ বছর বয়সী পুজারাকে। ঠান্ডা মাথায় ক্যারিয়ারের এগারোতম শতক তুলে নিয়ে অপরাজিত আছেন ধৈর্যশীল ৩২৮ বলে ১৭ বাউন্ডারির ইনিংসটি নিয়ে। ৩৬০ রান ও হাতের ৪ উইকেট নিয়ে আজ আবার সফরকারী বোলারদের পরীক্ষা নেবেন পুজারা, আপাতত তার সঙ্গি ঋদ্ধিমান শাহা (১৮*)। লিড নিতে অবশ্য এখনো ৯১ রানের ঘাটতি পুরণ করতে হবে তাদের। সেই হিসেবে এগিয়ে অজিরাই।
যার ব্যাটের দিকে সবার দৃষ্টি সেই বিরাট কোহলি কিন্তু আবারো ব্যর্থ। সিরিজ ১-১ ড্র, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে অতি নাটকীয় কিছু না ঘটলে রাচি টেস্ট শেষেও এই ব্যবধানই অক্ষুণ্য থাকবে। কিন্তু দুই অধিনায়কের লড়াইয়ে অনেক পিছিয়ে পড়লেন স্বাগতিক দলপতি কোহলি।
আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান মুরালি বিজয়কে দলীয় ১৯৩ রানে হারিয়ে মধ্যাহ্নভোজে যায় ভারত। ৮২ রানে ওকিফের বলে স্টাম্প হন ভারত ওপেনার। এরপর আর কেউই তেমন সঙ্গ তিতে পারেননি পুজরাকে। কোহলির (৬) পর দ্রুতই ফেরেন রাহানে (১৪), নয়ার (২৩) ও আশ্বিন (৩) মাঝে নয়ারকে ফেরান হ্যাজেলউড, বাকি তিনজনকেই কমিন্স।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৪৫১। ভারত ১ম ইনিংস : ৩৬০/৬ (রাহুল ৬৭, বিজয় ৮২, পুজারা ১৩০*, কোহলি ৬, রাহানে ১৪, নয়্যার ২৩, আশ্বিন ১৮, শাহা ১৮*; হ্যাজেলউড ১/৬৬, কমিন্স ৪/৫৯, ও’কিফ ১/৪৩, লায়ন ০/৯৭, ম্যাক্সওয়েল ০/৪)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুজারা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ