প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন এর ১০ম পর্ব প্রচার হবে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর। ৩টি গান, ১টি নাচ, দর্শক প্রতিযোগিতা পর্ব, সমাজের নানা অসংগতি ত্রুটি-বিচ্যুতি নিয়ে রচিত বেশ কিছু নাট্যাংশ দিয়ে সাজানো হয়েছে এবারের পর্ব। মার্চ স্বাধীনতার মাস বিধায় এবারের পরিবর্তনে মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ প্রিয় মাতৃভ‚মি বাংলাদেশসহ প্রাসঙ্গিক বিষয় প্রাধান্য দেয়া হয়েছে। জনপ্রিয় কন্ঠশিল্পী দিলরুবা খান, দীর্ঘদিন পর কোন ম্যাগাজিন অনুষ্ঠানে গান গাইলেন। পরিবর্তন অনুষ্ঠানে গাওয়া শ্রোতাপ্রিয় এ গানটি কথা লিখেছেন: কায়সা আহমেদ, সুর করেছেন আশরাফ উদাস, গানটিতে নতুন করে সঙ্গিত আয়োজন করেছেন ডিজে রাহাত। নতুন সঙ্গিত আয়োজনে গাওয়া ‘পাগল মনরে.. মন কেন এত কথা বলে’ গানটি আশা করি সবার ভাল লাগবে। আবদুর রহমানের কথায় নিজের সুরে ফুয়াদ আল মুক্তাদির এর সঙ্গিতে পরিবর্তনের এ পর্বে গান গেয়েছেন সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী ইমরান। বর্তমান সময়ের আরেক প্রতিশ্রুতিশীল শিল্পী নাজু আকন্দ গেয়েছেন কবীর বকুলের কথায় শওকত আলী ইমনের সুর সঙ্গীত পরিচালনায় একটি গান। মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ, প্রিয় মাতৃভ‚মি বাংলাদেশ নিয়ে ইভান শাহরিয়ার সোহাগ এর কোরিওগ্রাফীতে রয়েছে একটি গীতি নৃত্যালেখ্য। পরিবেশনায় নৃত্যভ‚মির নৃত্যশিল্পীরা। মিলনায়তনের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক নিয়ে দর্শক প্রতিযোগিতা পর্ব সাজানো হয়েছে মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ বাংলাদেশসহ বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিভিন্ন প্রশ্নের সমন্বয়ে। শাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় পরিবর্তনের পরিকল্পনা গ্রন্থনা উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।