Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবচরে ৯৮ পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

| প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : ব্যাপক আয়োজনে উৎসবমূখর পরিবেশে মাদারীপুরের শিবচরে ৯৮ পাউন্ডের কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৮তম জন্মদিন পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে বঙ্গবন্ধু মূর‌্যালে পুস্পার্ঘ অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা , আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয় ।
জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকালে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, দূর্নীতি প্রতিরোধ কমিটি, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে র‌্যালী সহকারে ৭১ চত্ত¡রে বঙ্গবন্ধু মূর‌্যাল, আওয়ামী লীগ ভবনে বঙ্গবন্ধু মূর‌্যালে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে ৯৮ পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেন মুক্তিযোদ্ধা সংসদ। ৭১ চত্ত¡রে প্রশাসন আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান আহমেদ, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দিন খান, সহ-সভাপতি লতিফ মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিবচর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ