Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রেসিডেন্ট কুচকাওয়াজ

| প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

আইএসপিআর : ৬৮তম ডিএসএসসি (এএমসি) ও ৬০তম ডিএসএসসি (এডিসি) কোর্সের ট্রেইনি অফিসারদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ বৃহস্পতিবার চট্রগ্রামের ভাটিয়ারিস্থ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত হয়। বিএমএ’র ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. সিরাজুল ইসলাম শিকদার উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ করেন। ট্রেইনি অফিসার ইশরাত জাহান শারমিন ৬৮তম ডিএসএসসি (এএমসি) ও ৬০তম ডিএিসএসসি (এডিসি) র্কোসের সেরা চৌকষ ট্রেইনি অফিসার বিবেচিত হন। এই কুচকাওয়াজের মাধ্যমে মোট ৪৪ জন ট্রেইনি অফিসার কমিশন লাভ করনে। যার মধ্যে ৩৭ জন পুরুষ ও ০৭ জন মহিলা ট্রেইনি অফিসার রয়েছেন। প্রধান অতিথি কুচকাওয়াজ অনুষ্ঠানে এসে পৌঁছালে বিএমএ’র ব্যাটালিয়ন কমান্ডার কর্নেল নাজমুল হক তাকে অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং সদ্য কমিশন প্রাপ্ত অফিসারদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ