বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো : রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র মো. নিযাম উল আযীম বলেছেন, মানবসেবার মহান ব্রত নিয়ে জনপ্রতিনিধিরা দায়িত্ব পালন করেন। মহানগরীর দরিদ্র হতদরিদ্র প্রতিবন্ধী, বয়স্ক মানুষের সেবা করার সুযোগ আল্লাহ্তায়ালা প্রদান করেছেন। জনগণের সেবার এ সুযোগটি আমরা আরও ভালভাবে করতে চাই। এ জন্য চাই সকলের সম্মিলিত সহযোগিতা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন; আমাদের উচিত নিজ নিজ অবস্থান থেকে তাঁকে সহযোগিতা করা। ভাতা গ্রহীতারা যেন কোন রকম হয়রানির শিকার না হন; সেজন্য সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল হতে হবে।
তিনি গতকাল নগনভবন মিলনায়তনে মহানগরীর বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা প্রদান বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন। মতবিনিময় সভায় রাসিকের কাউন্সিলর ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া মতবিনিময় সভায় রাসিকের কাউন্সিলর মো. মাহবুব সাঈদ টুকু, মো. কামরুজ্জামান, মো. সোহরাব হোসেন শেখ, মো. ইকবাল হোসেন দিলদার, মো. টুটুল, বেলাল আহম্মেদ, মো. মুনজুর হোসেন, মো. মনির হোসেন, মো. আনোয়ারুল আমিন (আযব), মো. আশরাফুল হাসান বাচ্চু, মো. আব্দুস সামাদ, মোসা. তাহেরা বেগম মিলি, মোসা. নাসিরা খানম, মোসা. মুসলিমা বেগম বেলী, বিলকিস বানু, মোসা. সামসুন নাহার, মমতাজ মহল লাইলী, মোসা. নাজমা খাতুন, মোসা. নূরুন্নাহার বেগম, সুলতানা রাজিয়া, প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এ.বি.এম. শরীফ উদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবিনা ইয়াসমিন, সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল ফিরোজসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।