Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গৃহবধূ হত্যায় স্বামীর মৃত্যুদন্ড

| প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : খুলনা মহানগরীর নতুন বাজার এলাকার গৃহবধূ হোসনে আরা হত্যা মামলায় স্বামী মিরাজুল শেখ ওরফে আমানুল্লাহ শেখকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনার বিশেষ দায়রা জজ ও জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এসএম সোলাইমান এ আদেশ দেন। দন্ডাদেশপ্রাপ্ত আসামী ঘটনার পর থেকেই পলাতক।
আইনজীবীদের সূত্র জানায়, ২০১০ সালের ২৮ থেকে ৩০ জানুয়ারির মধ্যে যে কোন সময়ে মহানগরীর নতুন বাজার মিয়া গলির নিজ বাড়িতে স্ত্রী হোসনে আরাকে মাথায় আঘাত করে হত্যা করে স্বামী মিরাজুল শেখ। হত্যার পর দরজায় তালা লাগিয়ে পালিয়ে যায় সে। এ ঘটনায় ২০১০ সালের ৩০ জানুয়ারি নিহতের ভাই নান্নু সিকদার বাদী হয়ে মিরাজুলকে একমাত্র আসামী করে খুলনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১১ সালের ৩ ফেব্রæয়ারি খুলনা থানার এসআই মনিরুল ইসলাম এই পলাতক আসামীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতে বিভিন্ন কার্য দিবসে এ মামলায় চার্জশিটভুক্ত ২৩ জনের মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় ঘোষণা করেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. আরিফ মাহমুদ লিটন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গৃহবধূ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ