Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কি মধু বিএডিসির গোল আলুতে!

| প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর কৃষি খামারের গোল আলুর টেন্ডার দিয়ে তুলকালাম কান্ড ঘটেছে। টেন্ডারে অংশ নিয়ে ঠিকাদাররা বাজার মূল্য থেকে তিন চার গুণ দর ফেলায় বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়েছে। দোকানদার, ব্যবসায়ী এমনকি বিএডিসির কর্মকর্তারাও বলছেন “কি মধু আছে বিএডিসির আলুতে? তানা হলে কাটা, ফাটা, বাঁকা, পোকায় খাওয়া ও আংশিক পঁচা আলুর দাম এতো নির্ধারণ করা হবে কেন? জানা গেছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির অর্ন্তভুক্ত পাঁচটি বীজ উৎপাদন খামার কুশাডাংগা, গৌকুলনগর করিঞ্চা, মথুরানগর ও পাথিলা বীজ উৎপাদন খামারে বীজের জন্য আলু চাষ করা হয়। এই পাঁচ খামারের অবীজ হিসেবে কাটা, ফাটা ও পোকায় খাওয়া আলু ১৩ মার্চ কোটেশনের মাধ্যমে দরপত্র আহ্বান করা হয়। দরপত্রে অংশ নিয়ে কুশাডাঙ্গা খামারের আলু হামিদ স্টোরের মালিক আব্দুল হামিদ ৩৫.৫৬ টাকা দরে, গৌকুলনগর খামারের আলু দিপু ট্রেডার্সের মালিক আসাদুজ্জামান ৩৬.০০ টাকা, মথুরানগর খামারের আলু হামিদ স্টোর ৩৭.৩৭ টাকা, করিঞ্চা খামারের আলু হামিদ স্টোর ২৭.৮৭ টাকা ও পাথিলা খামারের আলু ফরহাদ স্টোর ২৭.৫০ টাকা দরে কেনার জন্য টেন্ডারে দর নির্ধারণ করে। টেন্ডার ড্রপিংয়ের শেষ দিন টেন্ডার বাক্স খুলে আলুর দর দেখে বিএডিসির কর্মকর্তারা হতভম্ব হয়ে যান। কারণ বাজারে গোল আলু যখন ১১ টাকা থেকে ১৫ টাকায় বিক্রি হচ্ছে, তখন দত্তনগর কৃষি ফার্মের কাটা, ফাটা আলুর এই দাম হবে কেন। বিষয়টি নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন উপ-পরিচালক জানান, বীজ আলুর বাজার ২২ টাকা অথচ কাটা, ফাটা, বাঁকা, পোকায় খাওয়া, আংশিক পঁচা ও বীজের অনুপযোগী আলুর এই দাম দিয়ে ঠিকাদাররা খামার কতৃপক্ষকে বিব্রতকর অবস্থায় ফেলেছেন। তবে অন্য একটি সূত্র জানায়, ঠিকাদাররা কৃষি ফার্মের একটি চক্রের সাথে হাত করে ওজনের বেশি পরিমাণ গোল আলু হাতিয়ে নেওয়ার জন্যই এই পন্থা অবলম্বন করেছে। এ বিষয়ে কুশোডাঙ্গা বীজ উৎপাদন খামারে উপ-পরিচালক গোলক নাথ বণিক জানান, বেশি দর দেওয়ার অর্থ আমার জানা নেই। তবে সরকার এতে লাভবান হবে। তিনি জানান, ঠিকাদারদের ব্যাকা পথে গোল আলু সরানোর কোন পথ নেই। আমরা উপস্থিত থেকেই আলু বিক্রি করবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ