Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিঙ্গাপুর বিমানবন্দরে পুরস্কার পেল বিমান

| প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্প্রতি কুয়ালালামপুর এয়ারপোর্টে অ্যাওয়ার্ড অর্জনের পর উপর্যপুরি দ্বিতীয় বারের মত সিংগাপুর চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরের ‘এয়ারলাইন্স সার্ভিস ইনসেনটিভ স্কিম পে আউট’ -২০১৬ পুরস্কার অর্জন করেছে। নির্ধারিত সময়ে উড্ডয়ন ও অবতরণ এবং উন্নত যাত্রীসেবার জন্য মূলত এই পুরস্কার দেয়া হয়। চাঙ্গি বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনটাইম ডিপার্চারের হার ৯৯ দশমিক ০৩ শতাংশ। এই অর্জনের কারণে বিশেষ কর সুবিধা পেয়েছে বিমান। চাঙ্গি এয়ারপোর্ট বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় সেরা এয়ারপোর্ট। বিশ্বের ৬৭ টি এয়ারলাইন্স এই বিমানবন্দর থেকে তাদের ফ্লাইট অপারেট করে থাকে।
বিমান ১৯৭৮ সাল হতে ঢাক-সিঙ্গাপুর-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। বর্তমানে সপ্তাহের প্রতিদিনই এরুটে ১টি করে ফ্লাইট চলাচল করছে। প্রতিটি ফ্লাইটে ৯৫ শতাংশ আসনে যাত্রী বহন করছে বিমান। বর্তমানে বিমানের অন্যান্য উড়োজাহাজের পাশাপাশি অত্যাধুনিক ইনফ্লাইট এন্টারটেইনমেন্ট সুবিধা সম্বলিত ব্রান্ড নিউ নতুন প্রজন্মের ০২টি রোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে পরিচালিত হচ্ছে। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের এই পুরস্কার নিঃসন্দেহে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য এক অনন্য সম্মান। এই অ্যাওয়ার্ড যাত্রী সেবার মান উন্নয়নে বিমানের সুদৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন।-প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিঙ্গাপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ