Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বোলারদের দিনে নিকোলস চমক

| প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : পেসারদের স্বর্গ হিসেবে পরিচিত ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে ছয়-ছয়টি উইকেট গেল দক্ষিণ আফ্রিকান স্পিনারদের ঝুলিতে। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪৭ রানে ৪ উইকেট তুলে নিলেন জেপি ডুমিনি। সাথে দুই পেসার মরকেল ও রাবাদার তোপ তো ছিলই। নিউজিল্যান্ডও গুটিয়ে গেছে প্রথম দিনেই। এর মাঝে একমাত্র আশির্বাদ হয়ে দেখা দেয় হেনরি নিকোলসের ব্যাট। তার প্রথম টেস্ট শতকের পর প্রটিয়া দুই ওপেনারকে ফিরিয়ে হাসি মুখেই মাঠ ছাড়ে নিউজিল্যান্ড।
স্বাগতিকদের ২৬৮ রানের জবাবে ২ উইকেটে ২৪ রান নিয়ে দিন শেষ করে সফরকারীরা। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ষষ্ঠ উইকেটে নিকোলস-ওয়াটলিং জুটি থেকে আসে সর্বোচ্চ ১১৬ রান। নবম উইকেটে দ্বিতীয় সর্বেঅচ্চ ৪৪ রানের জুটি স্বাগতিকদের মুটামুটি সম্মানজনক জায়গায় পৌঁছে দেয়। ১৬১ বলে ১১৮ রানের পথে ১৫টি বাউন্ডারি হাঁকান নিকোলস। জবাবে সাউদি ও গ্র্যান্ডহোমের তোপে ১২ রানেই ২ উইকেট হারিয়ে বসে প্রটিয়ারা।
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৭৯.৩ ওভারে ২৬৮ (রাভাল ৩৬, ল্যাথাম ৮, উইলিয়ামসন ২, ব্রæম ০, নিকোলস ১১৮, নিশাম ১৫, ওয়াটলিং ৩৪, ডি গ্র্যান্ডহোম ৪, সাউদি ২৭, প্যাটেল ১৭*, ওয়াগনার ২; মর্কেল ২/৮২, ফিল্যান্ডার ০/২৯, রাবাদা ২/৫৯, ডুমিনি ৪/৪৭, মহারাজ ২/৪৭)। দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ৭ ওভারে ২৪/২ (কুক ৩, এলগার ৯, রাবাদা ৮*, আমলা ০*; সাউদি ১/১৮, ডি গ্র্যান্ডহোম ১/২)।
মুন্সিগঞ্জ পৌরসভা চ্যাম্পিয়ন
স্পোর্টস রিপোর্টার : স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মুন্সিগঞ্জ পৌরসভা একাদশ। গতকাল মুন্সিগঞ্জ স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে তারা ৩৬-১৫ পয়েন্টে টঙ্গীবাড়ী উপজেলাকে হারিয়ে শিরোপা জেতে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি। এ সময় পুলিশ সুপার জাহিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হারুনুর রশিদ ও পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লব উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চমক

২৭ সেপ্টেম্বর, ২০২২
১৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ