Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার বড়পর্দায় নাম লেখালেন চমক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২২, ১১:৩৩ এএম

ওয়েব সিরিজ ‘মহানগর’সহ বেশ কয়েকটি টিভি নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। অভিনয় করেছেন ছোটপর্দার প্রায় সব বড় অভিনেতার সঙ্গে। এবার নাম লেখালেন বড়পর্দায়, চুক্তিবদ্ধ হয়ে গেছেন এর মধ্যেই। প্রথম সিনেমায় নায়ক হিসেবে চমক পাচ্ছেন চিত্রনায়ক নিরব হোসেনকে। সরকারি অনুদানের সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’তে জুটি বেঁধে অভিনয় করবেন তারা।

‘জয় বাংলার ধ্বনি’ সিনেমাটির নায়িকা ইস্যুতে ক’দিন আগেও একটা চমক ছিল। যাতে চুক্তিবদ্ধ হয়েছিলেন ‘ন ডরাই’ নায়িকা সুনেরাহ। তবে মহরত অনুষ্ঠানের দিনই তিনি সিনেমাটি থেকে সরে দাঁড়ান। মূলত এরপর সেই স্থানেই যুক্ত হন সত্যিকারের চমক! ‘জয় বাংলা ধ্বনি’ নির্মাণ করছেন খ. ম. খুরশীদ। সিনেমাটির শুটিং এর মধ্যেই শুরু হয়েছে। নিরব-চমকও শুটিং ইউনিটে যুক্ত হয়েছেন।

বড়পর্দায় যুক্ত হওয়া প্রসঙ্গে চমকের ভাষ্য ‘ভালো লাগছে এই ভেবে, আমার শুরুটা হচ্ছে মহান মুক্তিযুদ্ধের ওপর নির্মিত একটি ছবির মাধ্যমে। জানি না, নিজেকে কতোটা ক্যারি করতে পারবো। তবে চেষ্টা করবো।’

এদিকে চমক প্রসঙ্গে নিরব বলেন, ‘এ প্রজন্মের নায়িকাদের মধ্যে চমক অন্যতম। তার গ্ল্যামার ও অভিনয় প্রতিভা দুটোই সমান্তরাল বলে আমার মনে হয়েছে। আমাদের দলে তাকে পেয়ে স্বস্তিতে আছি। আশা করছি সিনেমায় চমকের শুরুটা ভালোই হবে।’

‘জয় বাংলার ধ্বনি’ সিনেমাটির কাহিনি লিখেছেন সাবেক নৌপরিবহনমন্ত্রী ও শ্রমিক নেতা শাজাহান খান। ২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে সিনেমাটি। এতে শম্ভু রাজাকারের চরিত্রে অভিনয় করবেন খ্যাতিমান অভিনেতা আসাদুজ্জামান নূর। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন কাজী হায়াত, নাদের চৌধুরী, ড্যানি সিডাক, রফিকুল্লাহ সেলিমসহ অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চমক

২৭ সেপ্টেম্বর, ২০২২
১৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ