বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ১০টি গরু চুরি হয়েছে। গত সোমবার রাতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ওই চুরির ঘটনা সংঘটিত হয়।
জানা যায়, উপজেলা সদর ইউনিয়নের চরহোসেনপর গ্রামে গত সোমবার রাতে মৃত গিয়াস উদ্দিনের দুই ছেলে আ: করিম ২টি (গাভী ও বাছুর) যার মূল্য প্রায় ৭০ হাজার, আ: করিমের ২টি (গাভী ও বাছুর) যার মূল্য প্রায় ৫৫ হাজার, একই গ্রামের মৃত আ: ছোবহানের ছেলে মানিক মিয়ার ২টি (ষাঁড় ও বকনা) গরু যার মূল্য প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা চুরি হয়। অন্যদিকে গত শুক্রবার রাতে উপজেলার চরপুবাইল গ্রামের মো: হাছু মিয়ার ছেলে শামসুল ইসলামের ১টি ষাঁড় গরু যার মূল্য প্রায় ৮৫ হাজার, মাইজবাগ ইউনিয়নের ভাসাগকুল নগর গ্রামের শাহের উদ্দিনের ছেলে আবুল বাশারের ১টি ষাঁড় গরু যার মূল্য প্রায় ৮০ হাজার, একই গ্রমের তালেহ হোসেনের ছেলে মিয়া হোসেনের ১টি ষাঁড় গরু যার মূল্য প্রায় ৭০ হাজার টাকা চুরি হয়ে যাওয়া এলাকার লোকজনের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, লিখিত কোনো অভিযোগ পাইনি তবে ঘটনাটি শোনার পর এলাকায় চোরের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।