Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়িয়ায় ১৬ টন সরকারি চালসহ কালোবাজারি গ্রেফতার

| প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : গতকাল মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারের খাদ্য অধিদপ্তরের সিল সম্বলিত ১০ টাকা কেজির প্রায় ১৬ টন চাল আটকসহ নগদ ৩৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আর্মড পুলিশ ব্যাটেলিয়ান মুক্তাগাছা এবং ফুলবাড়িয়া থানা পুলিশের যৌথ অভিযানে ফুলবাড়িয়া পৌর সদরের সরকারি খাদ্য গুদামসংলগ্ন চান্দের বাজারের দুটি গুদাম থেকে এই সরকারি চাল জব্দ করা হয়েছে বলে জানান পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে আর্ম পুলিশ ব্যাটালিয়ান সাবেক মেম্বার আলতাব হোসেনকে আটক করতে না পারলেও তার ছেলে কালোবাজারি সোহেল মিয়া (২৮)কে হাতেনাতে গ্রেফতার করে।
সহকারী পুলিশ সুপার রওশন মোস্তফা জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে সরকারি চাল কালোবাজারি আলতাব এবং তার ছেলে সোহেল ভাড়ায় গুদামে মজুদ রেখেছে এমন খবর পেয়ে দুপুরে ফুলবাড়িয়া থানা পুলিশ এবং ১৫ সদস্যের আর্ম পুলিশ অভিযান চালিয়ে ৩১৪ বস্তা চাল আটক করি।
এ ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার ঘটনাস্থল পরিদর্শনে এসে চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের সিল দেখে নিশ্চিত করেন এটি সরকারি চাল। এই ঘটনার সাথে জড়িত দোষীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করার নির্দেশ দেন ইউএনও। এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান বলেন, সরকারি চাল আটকের ঘটনায় ইউএনও স্যারের নির্দেশ অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুুতি চলছে। উল্লেখ্য, উপজেলার ইউনিয়নে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরে চাল বিক্রি হচ্ছে যার মধ্যে ফুলবাড়ীয়া পৌরসভা, পুটিজানা, কুশমাইল, রাধাকানাই, চাল মাপে কম দেয়ার অভিযোগ তুলেছে হতদরিদ্ররা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ