Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্ভাগা লিটন

| প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, কলম্বো (শ্রীলংকা) থেকে : গল টেস্টে লিটন দাসের কিপিং নিয়ে প্রশ্ন নেই কারো। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়েও সাধ্যমত চেষ্টা করেছেন। বাংলাদেশের শততম টেস্টে উইকেটের পেছনে তার পজিশটাও ছিল নির্ধারিত। গত পরশু মিডিয়ার মুখোমুখি হয়ে শততম টেস্টকে স্মরণীয় করে রাখার প্রত্যয়ও করেছিলেন ব্যক্ত। অথচ, গতকাল অনুশীলনেই আনা হয়নি এই উইকেট কিপার ব্যাটসম্যানকে। সেখানে অনুশীলনে কিপিং গøাভস দিয়ে তৎপর দেখা গেছে মুশফিককে। গত পরশু নেটে অনুশীলনের সময় পেয়েছেন লিটন কোমরে চোট, সেই চোটটা শুরুতে স্বাভাবিক মনে হলেও গতকাল স্ক্যান রিপোর্টে ধরা পড়েছে মারাত্মক কিছু। পাঁজরে চিড় ধরা পড়েছে। ফলে শততম টেস্ট থেকেই শুধু ছিটকে পড়েননি। বাংলাদেশের শততম টেস্টের দিনে ফিরে যেতে হচ্ছে তাকে ঢাকায়! এমন তথ্যই গতকাল রাতে দিয়েছেন টিম ম্যানেজার খালেদ মেহমুদ সুজনÑ ‘গতকাল (গত পরশু) ও নেটে ব্যাটিংয়ের সময়ে চোট পেয়েছে। আজ স্ক্যান করানো হলে রিপোর্টে ফ্রাকশ্চার ধরা পড়েছে। যেহেতু ও ওয়ানডে স্কোয়াডে নেই, তাই তাকে দেশে ফেরত পাঠানো হচ্ছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ