গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি সম্প্রতি অভিবাসন খাতের অনিয়ম ও দুর্নীতি নিয়ে টিআইবির প্রতিবেদনকে বানোয়াট হিসেবে আখ্যা দিয়েছেন। এ প্রতিবেদনকে তিনি মন্ত্রণালয় বা অভিবাসন খাতের বিরুদ্ধে ষড়যন্ত্র উল্লেখ করে বলেন, ‘আমরা এই প্রতিবেদনের প্রতিবাদ পাঠাব’। প্রবাসী কল্যাণমন্ত্রী গতকাল ইস্কাটনে তার দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।
স¤প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশ থেকে বিদেশগামী পুরুষদের ৯০ শতাংশই দুর্নীতি ও অনিয়মের শিকার। আর ভিসা বা চাহিদাপত্র কিনতে শুধু ২০১৬ সালেই ৫ হাজার ২৩৪ কোটি টাকা পাচার হয়েছে। একইভাবে সউদী আরবসহ বিভিন্ন দেশের গ্রুপ ভিসার নিয়োগ অনুমতি নিতে মন্ত্রণালয়ে গড়ে ওঠা সিন্ডিকেটকে ১৩-১৫ হাজার টাকা ঘুষ দিতে হয়। বিএমইটির বহির্গমন শাখায়ও ছাড়পত্র নেয়ার আগে কর্মীদের ঘুষ দিতে হয় বলে উল্লেখ করা হয়। ওই প্রতিবেদনে বলা হয়, দালালদের প্রাধান্যে বাংলাদেশ থেকে শ্রম অভিবাসনের প্রক্রিয়াটি জটিল। প্রতিবেশী যে কোনো দেশের চেয়ে বিদেশ যেতে বাংলাদেশীদের বেশি খরচ হয়। টিআইবির এই প্রতিবেদন এবং বর্তমানে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে নিয়োগ অনুমতি বাণিজ্য ও অতিরিক্ত অভিবাসন ব্যয়ে সউদী আরবে কর্মী পাঠানোর বিষয়ে প্রবাসী কল্যাণ সচিব বেগম শামছুন নাহার বলেন, আমরা সম্পূর্ণ প্রতিবেদনটি মন্ত্রণালয়ের সব বিভাগীয় প্রধানদের কাছে পাঠিয়েছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।