মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অবৈধভাবে ইতালি যাবার পথে ভূমধ্যসাগরে প্রাণ হারানো ৭ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর নাম পরিচয় নিশ্চিত করেছে রোম দূতাবাস।
নিহতদের ৫ জনের বাড়িই মাদারীপুর সদর উপজেলায়। তারা হলেন- পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন ও রতন জয় তালুকদার, ঘটকচর গ্রামের সাফায়েত, মোস্তফাপুর গ্রামের জহিরুল। আরেকজন সদর উপজেলার বাসিন্দা বাপ্পী। বাকি দু’জন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাজ্জাদ ও কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাইফুল।
গত ২৫ জানুয়ারি লিবিয়া থেকে ইতালি যাবার পথে অতিরিক্ত ঠান্ডায় মৃত্যু হয় তাদের। রোমে বাংলাদেশ দূতাবাসের শ্রমকল্যাণ কাউন্সিলর মোঃ এরফানুল হকের নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল উদ্ধারকৃতদের সাথে কথা বলে নিহতদের পরিচয় নিশ্চিত করে।
মরদেহ শনাক্তে পরিবারের সদস্যদের নিকটস্থ জেলা প্রশাসক বা ইউএনও কার্যালয় অথবা বাংলাদেশ দূতাবাস রোমের সাথে যোগাযোগের জন্য বলা হয়েছে। মরদেহ শনাক্তের পর সরকারি খরচে মরদেহ পাঠানো হবে বাংলাদেশে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।