Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অগ্রীম সেঞ্চুরি উদযাপন

| প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা কলম্বো (শ্রীলঙ্কা) থেকে : আগামী ১৫ মার্চে বাংলাদেশের শততম টেস্ট উদযাপনের ঘোষণা দিয়েছেন শ্রীলংকা ক্রিকেটের প্রেসিডেন্ট মাহিন্দা সুমাথিপালা। ছোট্ট একটি অনুষ্ঠানের মাধ্যমে টেস্টটির উদ্বোধন করা হবে, ৫০০ স্কুল ছাত্র-ছাত্রীকে আমন্ত্রণ জানানো ছাড়াও বাংলাদেশের শততম টেস্ট উদযাপনে অফিসিয়াল ডিনারের আয়োজন করেছে শ্রীলংকা ক্রিকেট, পদক তুলে দেয়া হবে ক্রিকেটারদের-এইসব বিস্তারিত উৎসব সূচি আগেভাগে জানিয়েছেন তিনি। তবে বাংলাদেশের শততম টেস্টের আবহ কলেম্বোতে লেগে গেছে গত রোববার রাতেই। শততম টেস্টকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেটার এবং সেঞ্চুরি টেস্ট কভার করতে আসা বাংলাদেশ মিডিয়াকে নৈশভোজে আপ্যায়িত করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবং জিমন্যাস্টিকস ফেডারেশন সভাপতিও আবাহনী লিমিটেডের ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন। পাঁচ তারা হোটেল তাজ সমুদ্রায় এই নৈশভোজে শততম টেস্টের জন্য বিশেষ কেকও এনেছিলেন এই ক্রীড়া পাগল মানুষ। অনানুষ্ঠানিকভাবে এই কেক কেটে বাংলাদেশ মিডিয়া নিজেদের মধ্যে করেছেন তা উদযাপন। বিশাল এই কেকটি পরবর্তীতে হোটেল তাজ সমুদ্রার রেস্টুরেন্টে আগত সব অতিথির মধ্যে বিতরণ করে বাংলাদেশের শততম টেস্টের বার্তা পৌঁছে দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ