গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
পবিত্র ঈদুল আজহায় বাড়ি ফেরার লক্ষে ১০ আগস্টের আগ্রিম টিকেট বিক্রি হচ্ছে আজ। টানা চতুর্থ দিনের মতো সকাল ৯টায় শুরু হয়েছে বিক্রি। তবে আজও লম্বা লাইন। দীর্ঘ সময় অপেক্ষা করতে হলেও টিকে পাওয়ায় খুশি টিকেট প্রত্যাশীরা। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৩টি স্পেশালসহ ১৬টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে।
দেয়া হচ্ছে রংপুর, রাজশাহী ও খুলনাঞ্চলের টিকিট। সকাল ৯টায় শুরু হওয়ার পর বিক্রি চলবে ৪টা পর্যন্ত। একজন ব্যক্তি সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন।
রাজশাহীর টিকিট কিনতে আসা একজন জানান, সুষ্ঠুভাবে টিকিট বিক্রি করা হচ্ছে। দীর্ঘ অপেক্ষা হলেও টিকেট পাচ্ছি, এতেই খুশি আমরা।
খুলনার টিকেট প্রত্যাশী রবিউল জানান, দুটি টিকিট নিতে এসেছিলাম। দুটোই পেয়েছে। সব ঠিক থাকলেও আমি আর আমার বউ এবার ঈদ খুলনাতেই করবো। তিনি আরও বলেন, এবার টিকিট ঠিকমতো পেয়েছি, তবে ট্রেন বিলম্ব না হলেই হয়। গত ট্রেন অনেক লেট হয়েছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।