বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শামীম চৌধুরী, কলম্বো থেকে : ৭৯ বছর আগে ডন ব্রাডম্যানের আমদানিকৃত স্কোরবোর্ডটি এখনো অক্ষত। চারদিকে সবুজ পত্রপল্লবের মধ্যে এই স্কোরকার্ডটি পি.সারা ওভালের ঐতিহ্যের ধারক। সেই ১৯৪৮ সালে অল সিলন একাদশের বিপক্ষে ৩ দিনের ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া, তার স্বাক্ষর এখনো বহন করছে ভেন্যুটি। ম্যাচের আগে ব্রাডম্যানের সঙ্গে সিলনের (শ্রীলংকা) তৎকালীন অধিনায়ক সত্যসিবামের টসে’র ছবিটি আছে বড় ফ্রেমে বাধা। আছে ড্রেসিংরুম থেকে ডন ব্রাডম্যানের ব্যাটিংয়ে যাওয়ার সময়ের ছবি। ব্রাডম্যানের হাতে তুলে দেয়া তামিল ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং অ্যাথলেটিক ক্লাবের বিশেষ স্মারকের ছবিও এখানে আছে সংরক্ষিত। শ্রীলংকার প্রাচীন এই ভেন্যুটির অভিষেকের ছবিও দিচ্ছে ভেন্যুটির ইতিহাসের স্বাক্ষ্য। ১৯৪০ সালে এই ভেন্যুর ক্রিকেট অভিষেকটি হয়েছিল যে বল দিয়ে, সেই বলটিও দিচ্ছে কালের স্বাক্ষী। ১৯৬৭ সালে স্যার গ্যারি সোবার্সের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সফরের কথাও মনে করিয়ে দিচ্ছে পি সারা ওভালের যাদুঘর।
১৯৮২ সালের ১৭ ফেব্রæয়ারি ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলংকার অভিষেক টেস্টের স্মৃতি বাধিয়ে রেখেছে ফ্রেমে পি সারার কর্তৃপক্ষ। আছে বেশ ক’টি অনার্স বোর্ড। ১৯৩৮ সাল থেকে এখন পর্যন্ত তামিল ইউনিয়ন ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের যারা প্রতিনিধিত্ব করেছেন শ্রীলংকা জাতীয় দলে, তাদের সবার নাম, এই মাঠে যতোগুলো আন্তর্জাতিক ম্যাচ হয়েছে, অনার্স বোর্ডে চোখ বুলালে দেখতে পারেন সব। ১৮৯৯ সাল থেকে তামিল ইউনিয়ন ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের সকল অধিনায়কের সামও শোভা পাচ্ছে অনার্স বোর্ডে। ২০১১ সালে অনুষ্ঠিত বিশ্বকাপে যৌথ স্বাগতিক শ্রীলংকা লোগো উন্মোচন অনুষ্ঠান করেছে এই ভেন্যুতেই। এই ভেন্যুতে সাঙ্গাকারার বিদায়ী ম্যাচে ছিলেন উপস্থিত শ্রীলংকার প্রেসিডেন্ট। যার নামে স্টেডিয়াম, সেই পাইকিয়াসটি সারাভামাত্তুর ভাস্কর্য আছে যাদুঘরে। ১৯৫৪ সালে বলিউড সুপার স্টার রাজকাপুর, নার্গিস, ওম প্রকাশরা এখানে খেলেছেন প্রীতি ক্রিকেট ম্যাচ, ১৯৫১ সালে পি সারাভামাত্তুর নামে প্রবর্তিত ট্রফি জয়ী দলের ছবিও ফ্রেমে বাধানো আছে। শ্রীলংকার মাঠকে নিরপেক্ষ ভেন্যু বানিয়ে ২০০২ সালে পাকিস্তান খেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেই ম্যাচে ২ দলকে এক ফ্রেমে বন্দি করে, তাদের সবার অটোগ্রাফ পর্যন্ত সংগ্রহে রেখেছে পি সারা ওভাল।
শ্রীলংকার এই প্রাচীনতম ভেন্যুতে আগামীকাল বাংলাদেশ খেলবে শততম টেস্ট। শ্রীলংকার অভিষেক টেস্ট ভেন্যুতে বাংলাদেশের শততম টেস্টকে সামনে রেখে এখনো দৃশ্যমান কোনো উৎসব উদযাপনের প্রস্তুতি পড়েনি চোখে বাংলাদেশের। তবে ব্রাডম্যানের পদধূলিতে ধণ্য এই ভেন্যুতে আছে বাংলাদেশ ক্রিকেট দলের স্মারকও। ২০০২ সালে খালেদ মাসুদ পাইলটের নেতৃত্বে বাংলাদেশ প্রথম দ্বি-পাক্ষিক সিরিজ খেলেছে এই মাঠে, সেই ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলের সবার স্বাক্ষরকৃত অটোগ্রাফ ব্যাট সংরক্ষিত আছে এখানে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।