Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

জয়ের বিকল্প ভাবছে না আবাহনী

| প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এএফসি কাপের ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস ক্লাবের বিপক্ষে জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। গুরুত্বপূর্ণ এ ম্যাচে আজ মাঠে নামবে দু’দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে শুরু হবে ম্যাচটি। মালদ্বীপ জাতীয় দলের আট খেলোয়াড় নিয়ে গড়া মাজিয়া বেশ শক্তিশালী মাজিয়া। ঢাকা আবাহনীর লক্ষ্য তাদের বিপক্ষে জয় তুলে নেয়া হলেও মালদ্বীপের ক্লাবটিও জয় চায়। আবাহনীকে হারিয়েই এএফসি কাপ মিশন শুরু করতে চায় তারা। গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন আশাবাদই ব্যক্ত করেন দু’দলের কোচ ও অধিনায়করা। ঢাকা আবাহনীর ক্রোয়েশিয়ান কোচ দ্রাগো মামিচ বলেন,‘যেহেতু টুর্নামেন্টে আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি, তাই আমি মনে করি এটি ক্লাবের নয় দেশের খেলা। আমার আশা ছেলেরা নিজেদের মাঠে সেরাটা ঢেলে দিয়েই কাল (আজ) জয় তুলে আনবে।’ দলের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন,‘এ বিষয়ে এখনই কিছু বলবো। তবে আমি মনে করি শেখ কামাল ক্লাব কাপে খেলোয়াড়দের ফিনিশিংয়ে যে ঘাটতি ছিলো। তা থেকে বেরিয়ে এসেছে তারা। আমি মনে করি মালদ্বীপের ক্লাবের সঙ্গে সমান তালেই লড়বে আমার দল। ম্যাচে দু’দলই ফেবারিট। জয়ের সম্ভাবনা আছে ফিফটি-ফিফটি।’
আবাহনী অধিনায়ক মামুন মিয়া বলেন,‘আমরা জয়ের বিকল্প ভাবছি না। চেষ্টা করবো মাঠে নিজেদের সেরাটা ঢেলে দিয়েই জয় তুলে নিতে। আমাদের আশা আন্তর্জাতিক ফুটবলে এই ম্যাচ দিয়েই ঘুরে দাড়াবো আমরা। প্রমাণ করবো যে আবাহনী চ্যাম্পিয়ন দল। দেশবাসীর কাছে দোয়া চাই।’
এএফসি কাপে রেজিস্ট্রেশন করা আবাহনীর পাঁচ ফুটবলার ডিফেন্ডার আরিফুল ইসলাম ও তপু বর্মন, মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট ও শাকিল এবং ফরোয়ার্ড জুয়েল রানা প্রায় দুই সপ্তাহ অনুশীলনে ছিলেন না। গত শনিবার ফেরত আসলেও ক্লাব তাদের গ্রহণ করেনি। এ প্রসঙ্গে ম্যানেজার সত্যজিত দাস রুপু বলেন,‘ প্রথমে তাদের শোকজ করা হয়েছিল। তারা শোকজের উত্তর দিয়েছে। ক্লাব এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’ তবে আজ যে তারা একাদশে থাকছেন না এটা নিশ্চিত। গত মৌসুমে এরা সবাই সেরা একাদশের খেলোয়াড় ছিলেন। শেখ কামাল ক্লাব কাপেও এরা খেলেছেন। এদের ছাড়া খেলাটা কঠিন হলেও বিদেশি কোচ চাপ আড়াল করার চেষ্টা করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবাহনী

১০ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ