Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুটখালী সীমান্ত থেকে ১২৫৬ বোতল ফেনসিডিল জব্দ

| প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বেনাপোল অফিস : বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে গতকাল সোমবার সকালে ১ হাজার ২৫৬ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
২১ বিজিবির কমান্ডিং অফিসার লে: কর্নেল আরিফুর রহমান জানান, ভারত থেকে বিপুল পরিমাণ মাদকদব্য পাচার হয়ে বাংলাদেশে আসছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ১ হাজার ২৫৬ বোতল ফেনসিডিল জব্দ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে আগে ভাগেই পালিয়ে যায় চোরাচালানীরা। ফেনসিডিলগুলো ২৫টি কার্টুন এ করে ভারত থেকে নিয়ে আসা হয়। জব্দকতৃ ফেনসিডিল বিজিবি সদর দফতরে জমা দেয়া হয়। এ ঘটনায় বেনাপোল বন্দর থানায একটি মামলা দায়র করা হয়। আটক ফেনসিডিলের মূল্য ৬ লাখ টাকা বলে বিজিবি জানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ