বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বেনাপোল অফিস : নারী শিশু পাচার, মাদক ও অস্ত্র পাচার রোধে বেনাপোলের পুটখালী হাইস্কুল মাঠে গতকাল দুপুরে ২১ বিজিবি কর্মকর্তাদের সাথে সীমান্তে বসবাসরত জনগণের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিজিবির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ ওয়াহিদুর রহমান, বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম, বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক লে: কর্নেল মো: শহিদুল্লাহ ভূঁইয়া, সহকারী পরিচালক বিজিবি সেলিম শিকদার, পুটখালী ইউপি চেয়ারম্যান মাষ্টার আব্দুল হাদী, বেনাপোল পোর্ট থানার ওসি তদন্ত খন্দকার শামীম আহম্মেদ, প্রেসক্লাব বেনাপোলের সভাপতি আলহাজ মহসিন মিলন, সম্পাদক আলহাজ বকুল মাহবুব, যুগ্ম-সম্পাদক কাজী শাহাজান সবুজ, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, ৭১ টিভির মুসলিম উদ্দিন পাপ্পু, এসএ টিভির শেখ নাছির উদ্দিন, সাংবাদিক মিলন খান, সেলিম রেজা, মশিয়ার রহমান কাজল, পুটখালী ইউপি চেয়ারম্যান মাষ্টার আব্দুল হাদী, ব্যবসায়ী মফিজুর রহমান ঘ্যানা, আব্দুল কাদের, আব্দুর রউফ মাষ্টার প্রমুখ। মতবিনিময় সভায় পুটখালী সীমান্ত এলাকার নারী-পুরুষসহ শতশত শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভায় প্রধান অতিথি দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ ওয়াহিদুর রহমান,বলেন, যে কোনো মূল্যে এলাকাবাসী সহযোগিতায় মাদক, অস্ত্র ও মানব পাচার বন্ধ করতে হবে। তিনি সীমান্ত থেকে সকল প্রকার অপরাধ কর্মকা-, সন্ত্রাস, মানব পাচার, চোরাচালান, অস্ত্র ব্যবসা বন্ধ এবং জীবনের ঝুঁকি নিয়ে ভারতে গিয়ে গরু না আনার জন্য সীমান্তের সকলের প্রতি আহ্বান জানান। অন্যথায় এসব কাজের সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরও ঘোষণা দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।