Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুটখালী সীমান্তে ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি

প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বেনাপোল অফিস : বেনাপোলের পুটখালী সীমান্তের রাজগঞ্জ গ্রাম থেকে সোমবার রাত ১১টায় ২টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
২১ বিজিবির কমান্ডিং অফিসার লে: কর্নেল আরিফুর রহমান জানান, ভারত থেকে চোরাইপথে বেশ কিছু অস্ত্র আসছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে রাত সাড়ে ১১টায় বিজিবি সদস্যরা রাজগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে শরীরে ফিটিং অবস্থায় ২টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক অস্ত্র ব্যবসায়ীরা হচ্ছেÑ বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের রাজগঞ্জ গ্রামের নওশের আলীর ছেলে আব্দুল্লাহ (৪০), একই গ্রামের তাহাজ্জত হোসেনের ছেলে জাকীর হোসেন (৩৫) ও জাহিদ হাসান (৩৩)।
অস্ত্র ব্যবসায়ীরা জানান, দীর্র্ঘদিন ধরে ভারত থেকে অস্ত্র এনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে তারা। তাদের রাত সাড়ে ১২টায় বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুটখালী সীমান্তে ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ