পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর সেন্টার ফর টেকনোলজি ট্রান্সফার অ্যান্ড ইনোভেশন প্রকল্পের আয়োজনে বিসিএসআইআর অফিসার ক্লাবে ১১ মার্চ অনুষ্ঠিত হলো দিনব্যাপী ২য় প্রযুক্তি নির্ভর বিজনেস মডেল ওয়ার্কশপ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থপতি ইয়াফেস ওসমান, মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং মো. সিরাজুল হক খান, সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। সভাপতিত্ব করবেন মো. ফারুক আহমেদ, চেয়ারম্যান, বিসিএসআইআর। বিশেষ অতিথি ছিলেন পরিষদের সদস্য (প্রশাসন) মো. আব্দুল মাবুদ এবং সদস্য (উন্নয়ন) ডা. মো. ফজলুল হক। ওয়ার্কশপের চিফ ইন্সট্রালক্টর হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড এর ইউনির্ভাসিটি অফ সেইন্ট গ্যালান এর বিএমআই ল্যাবের ইনোভেশন কনসালটেন্ট মি. পিটার ব্রুগার। কর্মশালার প্রশিক্ষক ছিলেন ড. এম. কুন্ড, প্রফেসর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। ওয়ার্কসপের ফ্যাসিলিটেটর ছিলেন সায়মুম হোসেন, লেকচারার, ফিন্যান্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
মন্ত্রী বলেন, বিসিএসআইআর প্রতিষ্ঠা হয়েছে শিল্প প্রতিষ্ঠানকে গবেষণা বিষয়ক সহায়তা প্রদানের লক্ষ্যে এবং শিল্প প্রতিষ্ঠানসমুহের সার্বিক সমস্যা সমাধান করা। আজকের এ কর্মশালার মাধ্যমে শিল্প প্রতিষ্ঠার উদ্যোক্তাদের মধ্যে গবেষকদের যোগসূত্র স্থাপন এবং দুরত্ব কমানোসহ জ্ঞানের আদান প্রদান হচ্ছে। দুনিয়া বদলে যাচ্ছে প্রযুক্তির উপর ভর করে আমরাও একসাথে এগুতে চাই। এ দায়িত্ব আমাদের মেধাবী তরুণ সমাজের উপর। আশা করি আজকের আয়োজন আপনাদেরকে প্রস্তুত করবে ভিশন-২০৪১ অর্জনের লক্ষে। প্রশিক্ষণ শেষে এ অনুষ্ঠানে এগ্রোথ্রি ময়মনসিংহ এবং এসিআই লি. এর সাথে প্রযুক্তি সহায়তা বিষয়ে ২টি সার্ভিস চুক্তি স্বাক্ষরিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।