Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিউজিক্যাল ফিল্মে তুষি

| প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : রেদওয়ান রনির ‘আইসক্রিম’ সিনেমা দিয়ে নাজিফা তুষির চলচ্চিত্রে অভিষেক হয়। গত বছর ২৯ এপ্রিল সিনেমাটি মুক্তি পায়। এতে তুষির বিপরীতে ছিল দুই নবাগত নায়ক উদয় এবং রাজ। প্রথম সিনেমা দিয়ে রূপালি পর্দায় অভিযেক হলেও এক বছর অপেক্ষায় ছিলেন তিনি। অসংখ্য নাটক-সিনেমার উপেক্ষা করেছেন। এক বছর পর আবারও হাজির হচ্ছেন ইন্টারনেট দুনিয়া মাতাতে। এবারও থাকছে তার বিপরীতে দু’জন নবাগত মুখ। যার একজন নায়ক অন্যজন গায়ক! তুষি জানান, পর্দায় এবার তার বিপরীতে নায়ক হয়ে আসছেন র‌্যাম্প অঙ্গনের জনপ্রিয় মুখ ইফতেখার জায়েব এবং রক গানের তরুণ কণ্ঠশিল্পী রনি। আর এই তিনজনে মিলে সম্প্রতি অংশ নিয়েছেন একটি মিউজিক্যাল ফিল্মে। যার নাম ‘না’। এর গল্পটি গড়ে উঠেছে ‘না’ শিরোনামের একটি মেলো রক গানকে ঘিরে। ভাইকিংস ব্যান্ড সদস্য সেতু চৌধুরীর কথা-সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন রনি। আর এটিকে গল্পে রূপান্তর করে মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করেছেন মুস্তাফি শিমুল। তুষি বলেন, ‘এটা বেশ মজার বিষয়, এবারও আমার বিপরীতে পর্দা ভাগাভাগিতে দু’জনকেই পেলাম। তবে এবারের বৈচিত্র্য একজন নায়ক আরেকজন গায়ক। প্রথম কথা হচ্ছে ‘না’ গানটি আমার অসম্ভব পছন্দ হয়েছে। আর এটাকে ঘিরে নির্মাণ প্রতিষ্ঠান যে গল্পটি তৈরি করেছে- সেটি আরও দুর্দান্ত। ফলে এটাকে আমি একটা ছোট্ট দৈর্ঘ্যরে ফিল্ম হিসেবেই ট্রিট করছি। গানটির শুটিংয়ে আমরা অনেক খেটেছি। চেষ্টা করেছি আবারও মানুষ যেন মুগ্ধ হন। এদিকে গানটির কণ্ঠশিল্পী রনি বলেন, ‘না’ গানটি করেছি এক্সপেরিমেন্ট হিসেবে। আমরা আসলে চেয়েছি চলমান ‘মিউজিক ভিডিও’ ট্রেন্ড থেকে বেরিয়ে এক ধাপ এগুতে। গানের সূত্র ধরে একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা তৈরির চেষ্টা ছিল আমাদের সবার মাঝে। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র সহযোগিতায় ‘না’ নির্মিত হয়েছে প্রেক্ষাগৃহ’র ব্যানারে। যা চলতি মাসের ২৮ এপ্রিল মুক্তি পাচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলসহ দেশের প্রায় সবক’টি টিভি চ্যানেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিউজিক্যাল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ