Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিউজিক্যাল ফিল্ম নিঠুর বন্ধুরে

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

প্রেম প্রণয় ও বিচ্ছেদের মিশেলে তৈরি হয়েছে মিউজিক্যাল ফিল্ম ‘নিঠুর বন্ধুরে’। রাজধানীর বিভিন্ন লোকেশনে মিউজিক্যাল ফিল্মটির দৃশ্য ধারণ হয়েছে। কাজী শাহীনের কথায় রবিন ইসলামের সুরে গানটিতে কন্ঠ দিয়েছেন জাহাঙ্গীর কবির। এতে মডেল হয়েছেন শিল্পী জাহাঙ্গীর কবির, চিত্রনায়িকা নিঝুম রুবিনা, চিত্রনায়ক সাদমান সামীর ও আমিরা নূর মুসকান। মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির। আগামী বৃহস্পতিবার আরএসএল মিডিয়া প্রোডাকশনে ‘নিঠুর বন্ধুরে মুক্তি পাবে। শিল্পী জাহাঙ্গীর কবির বলেন, ভালবাসা আর বিচ্ছেদের গল্প উঠে এসেছে এই মিউজিক্যাল ফিল্মে। কথার সাথে মিল রেখে গানের মাধ্যমে একটি গল্প বলার চেষ্টা করেছি। আশা করছি, নিঠুর বন্ধুরে সবার ভালো লাগবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিউজিক্যাল-ফিল্ম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ