Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোবাইল সার্ভিসিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কাহালু থানা শাখা আহ্বায়ক কমিটি

| প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, বগুড়া থেকে : গত শনিবার মোবাইল সার্ভিসিং এসোসিয়েশন অব বাংলাদেশ এর উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন কবিরাজ। বিশেষ অতিথি ছিলেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী। প্রধান অলোচক ছিলেন মোবাইল সার্ভিসিং এসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি এ কে এম শরীফ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, মোবাইল সার্ভিসিং এসোসিয়েশন অব বাংলাদেশ এর আইন বিষয়ক উপদেষ্টা মাহফুজুল ইসলাম মন্ডল, কাহালু মডেল প্রেসক্লাবের সভাপতি ইউনুস আলী টনি, সাধারণ সম্পাদক এম এ মতিন মোবাইল সার্ভিসিং এসোসিয়েশন অব বাংলাদেশ বগুড়া জেলা শাখার সদস্য টিপু সুলতান খান, তুবা ইসলাম, শারমিন সুলতানা প্রমুখ। বর্ণাঢ্য র‌্যালী শেষে কাহালু উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে কমিটি গঠন কল্পে এক আলোচনা সভা হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে মোঃ সেলিম হোসেনকে আহ্বায়ক এবং মানিক হোসেনকে যুগ্ম-আহ্বায়ক করে মোবাইল সার্ভিসিং এসোসিয়েশন অব বাংলাদেশ কাহালু থানা শাখার ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন শ্রী সঞ্জিত সরকার, মোঃ সোহারাব হোসেন, উমর ফারুক, আব্দুর রহিম, নাছির উদ্দিন, রাজু, শফিউল্লাহ, গোলাম রব্বানী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বগুড়া

২২ ফেব্রুয়ারি, ২০২২
২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ