Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুরে র‌্যাব সদস্যদের অভিযানে ভুয়া মেজর আটক

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

দিনাজপুর অফিস : দিনাজপুরে র‌্যাব সদস্যদের অভিযানে ১ যুবককে ভুয়া মেজর পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে আটক করা হয়েছে।
দিনাজপুর র‌্যাব-১৩ ক্যাম্প কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব জানান, শনিবার দুপুর ২টায় র‌্যাব সদস্যদের একটি অভিযান টিম সদর উপজেলার কমলপুর বাজারে একটি চালের দোকানে অভিযান চালিয়ে ভুয়া মেজর পরিচয়দানকারী ওই যুবককে আটক করে। আটক যুবক আশিকুল ইসলাম আশিক @ মেজর সিফাত (২৩)। সে দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের মোসলেম উদ্দীনের পুত্র। তার বিরুদ্ধে অভিযোগ, গত ১০ মার্চ সদর উপজেলার দক্ষিণ বকসিপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র জুয়েল বাবু (৩২) এর বাড়ীতে আরো ৩ জন ভুয়া র‌্যাব সদস্য সাথে নিয়ে তল্লাশী চালায়। এসময় ওই বাড়ী থেকে ষ্টিল আলমারীর তালাভেঙ্গে সাড়ে ৩ হাজার টাকা নিয়ে যায়। গৃহকর্তার স্ত্রীকে বলে যায়, ২০ হাজার টাকা চাঁদা দেয়া হলে তার স্বামীর বিরুদ্ধে মামলা দেয়া হবে না। ঘটনাটি দিনাজপুর র‌্যাব ক্যাম্পকে অবহিত করলে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে শনিবার আটক করতে সক্ষম হয়। সূত্রটি জানায়, আটক ভুয়া মেজর পরিচয়দানকারী যুবককে জিজ্ঞাসাবাদ শেষে কোতয়ালী থানায় সোপর্দ করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিনাজপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ