পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : সুপ্রিম কোর্টের সামনেসহ সারাদেশের রাস্তার মোড়ে মোড়ে মূর্তি স্থাপনের প্রতিবাদ এবং অপসারণের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের মাসব্যাপী গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে দলের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের নেতৃত্বে গতকাল দুপুরে সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাথে বনানীর দলীয় কার্যালয়ে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। দলের মহাসচিব মূর্তির বিরুদ্ধে চলমান আন্দোলনের বিষয়টি উপস্থাপন করলে ও প্রকাশিত লিফলেট হুসেইন মুহম্মদ এরশাদের হাতে তুলে দিলে তিনি বলেন, সুপ্রিম কোর্টের সামনে গ্রিক দেবীর মূর্তি বসানো হয়েছে। মুসলমান হিসেবে তা মেনে নিতে পারি না। মুসলিম হিসেবে মূর্তির বিপক্ষে অবস্থান নেয়া প্রতিটি মুসলমানের কর্তব্য। তিনি মূর্তিবিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জ্ঞাপন করেন। মতবিনিময়ে উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, অফিস ও বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, জাতীয় পার্টির মহাসচিব এবি এম রুহুল আমীন হাওলাদার, যুগ্ম-মহাসচিব এহিয়া চৌধুরী এমপি, ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ। মাওলানা মাহফুজুল হক বলেন, মূর্তি অপসারণ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এরূপ কোনো পরিস্থিতির দায়ভার সরকারকে বহন করতে হবে। তিনি সরকারের কাছে বিষয়টি তুলে ধরার জন্য সাবেক প্রেসিডেন্টের সহযোগিতা কামনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।