পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : গ্যাসের মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত রুখে দিয়ে সরকারকে পরাজিত করার দাবি জানিয়েছেন জাতীয় মুক্তি কাউন্সিলের নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ করে এ দাবি জানান তারা। মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আবদুর সাত্তার, দেলওয়ার হোসেন, হেমন্ত দাস। এসময় বক্তারা বলেন, দেশি-বিদেশি এলএনসি সিলিন্ডার ব্যবসায়ীদের স্বার্থে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে। সরকার জনগণের ঘাড়ের উপর বসে পুজিঁপতি শ্রেণির সেবা করে চলছে। তারা আরো বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে বিদ্যুতের মূল্য বৃদ্ধি, পরিবহন ও ঘরভাড়া বৃদ্ধি হয়ে সাধারণ জনগণের জীবনকে আরো দুর্বিষহ করবে উল্লেখ করে তারা আরো বলেন, শ্রমিক শ্রেণি ও শ্রমজীবী জনগণকে আজ রাজপথে নামতে হবে। সরকারকে পরাজিত করতে হবে। গ্যাসের মূল্য বৃদ্ধি করে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সমাবেশ শেষে একটি মিছিল বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।