Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নগর উন্নয়নে জবাবদিহিতা সহায়ক ব্যবস্থার কাঠামো গড়ে তোলার আহ্বান

| প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের নগর উন্নয়নে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও জবাবদিহিতা নিশ্চিতে জবাবদিহি সহায়ক ব্যবস্থার কাঠামো নিজ উদ্যোগে গড়ে তুলতে হবে। নগর উন্নয়নে ঊর্ধ্বগামী জবাবদিহিতায় কার্যক্ষেত্রে বিকেন্দ্ব্রীকৃত প্রতিষ্ঠানের উপস্থিতির পাশাপাশি নিম্নগামী জবাবদিহিতা নিশ্চিতে সক্রিয় নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। গতকাল বৃহস্পতিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র আয়োজনে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও নগর উন্নয়নে জবাবদিহিতা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় উপস্থিত বিশেষজ্ঞরা এ অভিমত ব্যক্ত করেন।
টিআইবি’র ঢাকা কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনায় ‘দুর্নীতি ও শাসনকার্যে উদ্ভাবনী গবেষণা ২০১৫-২০১৯’ শীর্ষক টিআইবি গবেষণা ফেলোশিপ এর আওতায় পরিচালিত ‘গণতান্ত্রিক বিকেন্দ্ব্রীকরণ ও নগর উন্নয়নে জবাবদিহিতা খুলনা সিটি কর্পোরেশন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এবং যশোর পৌরসভার উপর একটি কেস স্টাডি’ শীর্ষক গবেষণার ফলাফল ও সুপারিশসমূহ তুলে ধরেন ড. মো. আশিক উর রহমান। নগর উন্নয়নের সাথে সম্পর্কিত বিকেন্দ্রীকৃত প্রতিষ্ঠানসমূহের জবাবদিহিতা পরিমাপ, এবং নগর উন্নয়নে প্রচলিত পদ্ধতিতে বিকেন্দ্ব্রীকরণের প্রাতিষ্ঠানিক ধরন ও জবাবদিহিমূলক ব্যবস্থার অগ্রগতি-এর মধ্যকার আন্ত:সম্পর্ক সনাক্ত করার লক্ষ্যে নগর উন্নয়ন শাসন পদ্ধতির উদ্দেশ্য, বর্তমান বাস্তবতা ও চ্যালেঞ্জসমূহকে বিবেচনায় নিয়ে গবেষণাটি পরিচালনা করা হয়।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), খুলনা সিটি করপোরেশন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), নগর উন্নয়ন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ ও অংশীজনের উপস্থিতিতে অংশগ্রহণে আরো উপস্থিত ছিলেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নগর

১৭ ফেব্রুয়ারি, ২০২৩
১৪ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ