Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

সব দলই এখন ঢাকায়

| প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : রাত পোহালেই টার্ফে গড়াবে বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্বের খেলা। আগামীকাল মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে পর্দা উঠছে এ আসরের। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ আটটি দেশ দু’গ্রুপে ভাগ হয়ে খেলবে। ‘এ’ পুলে রয়েছে বাংলাদেশ, মালয়েশিয়া, ওমান ও ফিজি। ‘বি’ পুলের দলগুলো হচ্ছে চীন, মিসর, ঘানা ও শ্রীলঙ্কা। এ আসরে খেলতে সবগুলো বিদেশি দলই এখন ঢাকায়। গত সপ্তাহের শুরুতে সবার আগে ঢাকায় এসেছে ঘানা। মঙ্গলবার রাতে বাংলাদেশে এসে পৌঁছায় মালয়েশিয়া। পরের দিন ওমান, ফিজি, মিসর ও চীন এসেছে। এবং সর্বশেষ গতকাল দুপুরে ঢাকায় পা রাখে শ্রীলঙ্কা হকি দল। বাংলাদেশসহ সাত বিদেশি দলের আবাসন ব্যবস্থা করা হয়েছে রাজধানীর চারটি হোটেলে। মালয়েশিয়া থাকবে হোটেল পূর্বাণীতে, হোটেল এশিয়ায় থাকছে ফিজি ও ঘানা থাকবে হোটেল ‘৭১-এ। এবং স্বাগতিক বাংলাদেশ, ওমান, চীন, মিসর ও শ্রীলঙ্কার আবাসন ব্যবস্থা করা হয়েছে ফার্স হোটেলে। টুর্নামেন্ট আয়োজনের সব প্রস্তুতি শেষ। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বাংলাদেশ হকি ফেডারেশন পুরো মওলানা ভাসানী স্টেডিয়ামকে এনেছে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায়। এখানে ১৬টি ক্যামেরা লাগানোর হয়েছে। উদ্বোধনী দিনই টার্ফে নামবে স্বাগতিকরা। আগামীকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের নীল টাফে ‘এ’ পুলে প্রথম ম্যাচে স্বাগতিকরা খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। খেলা শুরু হবে বিকাল চারটায়। এদিন দিন আরো তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল সোয়া ৯টায় ‘বি’ পুলের দল চীন মুখোমুখি হবে ঘানার। বেলা সাড়ে ১১টায় এই গ্রুপের অন্য ম্যাচে মিসরের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এবং দুপুর পৌনে ২টায় দিনের তৃতীয় ম্যাচে ‘এ’ পুলের দল ওমান খেলবে ফিজির বিপক্ষে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সব

১০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ