Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টইটন ও টেপুরগাড়ি স্কুলই সেরা

| প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে কক্সবাজারের পেকুয়ার টইটন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লালমনিরহাটের পাটগ্রামের টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় সেরার খেতাব জিতেছে। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বালক বিভাগের ফাইনালে টইটন সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে (সাডেন ডেথে) ৫-৪ গোলে সিলেটের জৈন্তাপুরের কামরাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয় করে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল। একই ভেন্যুতে বালিকা বিভাগের ফাইনালে লালমনিরহাটের পাটগ্রামের টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে রাজশাহীর চারঘাটের বড়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। দু’বিভাগের চ্যাম্পিয়ন দুই দলকে এক লাখ টাকা এবং রানার্সআপ দুই দলকে ৭৫ হাজার টাকা করে অর্থ পুরস্কার দেয়া হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ২৫ হাজার টাকা করে পান যথাক্রমে টইটন স্কুলের আবু হানিফ নোমান এবং মিনার উদ্দিন বুলেট। এছাড়া বালক বিভাগে বরিশালের বরগুনার আমতলীর পশ্চিম গাজীপুর অগ্রদূত সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে খুলনার ঝিনাইদহের শৈলকুপার দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয়স্থান লাভ করায় ৫০ হাজার টাকা অর্থ পুরস্কার পায়। সেই সঙ্গে শীর্ষ তিন দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারদের দেয়া হয় ৫ হাজার টাকা করে অর্থ পুরস্কার এবং ১টি করে মেডেল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু

৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ