Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে পিকআপ দুর্ঘটনায় চালকসহ আহত ২

পদ্মাসেতু উত্তর সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

ঢাকা মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ ২জন আহত হয়েছে।
গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছনবাড়ী এলাকায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ছনবাড়ী ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। আহত পিকআপ চালক মো. সাইফুল ইসলাম, কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর এলাকার মো. নুর ইসলামের ছেলে এবং হেলপারের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা-মাওয়া মহাসড়কের ঢাকাগামী পিকআপ চালক বেপরোয়া গতিতে পিক-আপ চালিয়ে ছনবাড়ী ব্রিজের উপর পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটায়। এতে ঘটনাস্থলেই পিক-আপের অজ্ঞাতনামা হেলপার ও চালক মো. সাইফুল ইসলাম গুরুত্বর আহত হয়। সংবাদ পেয়ে হাঁসাড়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদেরকে উদ্ধার করে স্বাস্থ্যকমপ্লেক্সে প্রেরণ করেন।
হাঁসাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট বাহারুল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়। এক্সপ্রেসওয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু

৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ