পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চেষ্টা করছে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী
কক্সবাজার অফিস : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, টেকনাফে আনসার ব্যারাক থেকে লুণ্ঠিত ১১ অস্ত্র উদ্ধার একটি দুঃসাহসিক কাজ। র্যাব সদস্যরা অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার করে দেশকে একটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করেছে। তিনি বলেন, মিয়ানমার থেকে রোহিঙ্গারা নির্যাতিত হয়ে বাংলাদেশে এসে এখানে নানা অপরাধ কর্মকান্ডে জড়িত হচ্ছে। সরকার চেষ্টা করছে, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত দিতে। মানবিকতা ও শৃঙ্খলা বজায় রাখতেই রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে স্থানান্তর করার প্রক্রিয়া চলছে। তবে মৌলিক অধিকার নিশ্চিত করেই রোহিঙ্গাদের ঠেঙ্গারচর পাঠানো হবে বলে তিনি জানান। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী শিবিরের নিরাপত্তায় থাকা আনসার ক্যাম্প থেকে লুট হওয়া ছয় অস্ত্র উদ্ধারস্থল মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ি তুমব্রæ পশ্চিমকুল গহীন পাহাড়ী এলাকায় প্রেস ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে ভালোবাসেন, মানবতাকে সম্মান করেন। তাই বনজসম্পদ ধ্বংস ও পরিবেশ এবং আইন-শৃঙ্খলা বিনষ্ট করছে জেনেও মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছে। চেষ্টা করা হচ্ছে, নিরাপত্তা নিশ্চিত করে স্বসম্মানে নিজ দেশ মিয়ানমারে তাদের ফিরিয়ে দেয়ার।
গত দু’দিন ধরে চলে আসা পরিবহন ধর্মঘট অযৌক্তিক দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, একটি বিচারিক ঘটনায় স্বাক্ষ্য-প্রমাণে ফাঁসি ও যাবজ্জীবনের রায় হয়েছে। রায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারতো পরিবহণ শ্রমিকরা। কিন্তু শ্রমিকরা অযৌক্তিক আন্দোলনের পথ বেছে নিয়ে পুলিশ ক্যাম্পে হামলা করে, এটা চরম অন্যায়। আইন প্রয়োগকারী সংস্থা চরম ধৈর্যের পরিচয় দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।
বুধবার বিকেল পৌনে তিনটায় স্বরাষ্ট্রমন্ত্রী প্রেস ব্রিফিং শুরু করেন। এ সময় র্যাবের মহাপরিচালক বেনজির আহমদ, আনসারের মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান, কক্সবাজারের পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকতা মো. মঈন উদ্দিন, থানার ওসি আবুল খায়েরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
লুণ্ঠিত সব অস্ত্র উদ্ধার হওয়ায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে অভিযানের সমাপ্তি ঘোষণা করেন মন্ত্রী।
র্যাব কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার আশিকুর রহমান বলেন, মঙ্গলবার (২৮ ফেব্রæয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়ার কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র লুটের ঘটনার মূল হোতা মিয়ানমার নাগরিক ডাকাত নুরুল আলমকে গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়েই র্যাব সদস্যরা অস্ত্র উদ্ধার অভিযানে নামে। বুধবার সকালে বাকি ছয়টি অস্ত্র (এসএমজি এবং রাইফেল) উদ্ধার করে র্যাব সদস্যরা। অস্ত্র লুটের মূল নায়ক নুরুল আলম মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার বাসিন্দা বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৩ মে ভোর রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়ার মুচনী এলাকার নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ক্যাম্পে সশস্ত্র হামলা চালায় এক দল দুর্বৃত্ত। এতে নিহত হন আনসার ক্যাম্পের কমান্ডার মো. আলী হোসেন। লুট করা হয় ১১টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও ৬৭০টি গুলি।
এ ঘটনায় জড়িত হিসেবে প্রথম থেকে রোহিঙ্গাদের দায়ী করে আসছে র্যাব ও পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী ও গোয়েন্দা সংস্থা।
ঘটনার পরদিন অজ্ঞাত পরিচয় ৩০-৩৫ জনের বিরুদ্ধে আনসার ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার মো. আলমগীর হোসেন বাদী হয়ে টেকনাফ থানায় মামলা করেন। এ ঘটনায় অভিযুক্ত মিয়ানমার থেকে পালিয়ে আসা বেশ কয়েকজন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ।
গত ১০ জানুয়ারি তিনজনকে আটক করে একটি এসএমজি, ছয়টি ম্যাগাজিন, একটি চাইনিজ রাইফেল ও দু’টি এম-টু চাইনিজ রাইফেল উদ্ধার করতে সক্ষম হয় র্যাব। বাকি ছয়টি অস্ত্র গত বুধবার র্যাব সদস্যরা উদ্ধার উদ্ধারের মাধ্যমে আনসার ক্যাম্পের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।