Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষেপণাস্ত্র মোকাবিলায় মার্কিন লেজার অস্ত্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

মার্কিন চিফ অফ নেভাল অপারেশন অ্যাডমিরাল মাইক জিলডে বলেছেন, রাশিয়া এবং চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মোকাবেলায় তারা লেজার অস্ত্র তৈরি করবে। রাশিয়া এবং চীনের অস্ত্র ভান্ডারের এরইমধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যুক্ত হয়েছে। শুক্রবার ওয়াশিংটনে রাইট-উইং গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে অ্যাডমিরাল জিলডে এসব কথা বলেন। তিনি জানান, এই ধরনের লেজার অস্ত্র তৈরিতে উচ্চ মাত্রার এনার্জি লেজার অথবা উচ্চ ক্ষমতাসম্পন্ন মাইক্রোওয়েভ ব্যবহার করা হবে যা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হুমকি ধ্বংস করতে সক্ষম। মার্কিন নৌবাহিনীর সামনে এখন এই লেজার অস্ত্র তৈরি প্রাধান্য পাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, প্রতিরক্ষার দৃষ্টিকোণ থেকে আমরা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হুমকিকে বিশেষ গুরুত্ব দিচ্ছি। এটিকে কোনমতেই আমরা উপেক্ষা করছি না। তবে এই অস্ত্র উন্নয়নের পথে কতটা এগোতে পেরেছে আমেরিকা, তিনি সে ব্যাপারে কোন কিছু বলেননি। রাশিয়া এবং চীন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের দিক দিয়ে যে উন্নতি অর্জন করেছে তা স্বীকার করে অ্যাডমিরাল জিলডে বলেন, দেশ দুটির হাইপারসনিক অস্ত্র সত্যিকার অর্থেই উদ্বেগের কারণ। চীন এবং রাশিয়া দুই দেশী এই অস্ত্র তৈরি করছে এবং তারা অল্প সময়ের মধ্যেই এই সক্ষমতা অর্জন করবে। গত মাসে মার্কিন গণমাধ্যম পলিটিকো এক প্রতিবেদনে জানিয়েছিল যে, মার্কিন প্রতিরক্ষা বিভাগ মানুষবিহীন বেলুন তৈরির ব্যাপারে উল্লেখযোগ্য পরিমাণে বাজেট বরাদ্দ দিয়েছে। এই বেলুন বায়ুমÐলের ১৮,৩০০ মিটার থেকে ২৭,৪০০ মিটার উচ্চতায় ওড়ানো যায়। শত্রæর হাইপারসনিক অস্ত্রের হুমকি মোকাবেলায় আমেরিকা এই ব্যবস্থা নিচ্ছে। রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন লেজার অস্ত্র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ