Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেস্টে কিপিং গ্লাভস খুলে ফেলছেন মুশফিক

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

আজ থেকে ২ দিনের ম্যাচ ষ ছুটি হয়ে গেল ফিজিও ডিন কনওয়ের  
বিশেষ সংবাদদাতা : আগামী ৭ মার্চ থেকে ২ টেস্ট ৩ ওয়ানডে এবং ২টি টি-২০ ম্যাচের সিরিজকে সামনে রেখে গত ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ দল পা রেখেছে শ্রীলঙ্কায়। সফরকে সামনে রেখে এক সঙ্গে দু’অধিনায়কের সংবাদ সম্মেলনও হয়েছে। টেস্ট সিরিজকে সামনে রেখে আজ বাংলাদেশ দল অনুশীলন ম্যাচ খেলবে স্থানীয় দলের সঙ্গে। তবে এই ২ দিনের ম্যাচকে সামনে রেখে কোন তথ্যই দিচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেট। প্রতিপক্ষ দল এবং দলটির খেলোয়াড়দের নাম পর্যন্ত প্রকাশ করেনি তারা। কলম্বোর মোরাতুয়া ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু  হবে ম্যাচটি। আপাতত: এটুকুই জানিয়ে দিতে পেরেছে শ্রীলঙ্কা ক্রিকেট। কলোম্বোয় পৌঁছেই বৃষ্টির কবলে পড়তে হয়েছে বাংলাদেশ দলকে।  গত পরশু প্রেমাদাসায় বাংলাদেশ দলের নির্ধারিত অনুশীলন হয়েছে বাধাগ্রস্ত। এই ম্যাচের মাধ্যমে টাইগাররা শ্রীলঙ্কার কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নেয়ার সুযোগ পাবে।
স্বভূমে পরবাসী, প্রতিপক্ষ এখন বাংলাদেশের হেড কোচ হাতুরুসিংহে। এই সিরিজে শ্রীলঙ্কার প্রধান প্রতিপক্ষ হিসেবে হাতুরুসিংহে, এমন মন্তব্য ইতোমধ্যে করেছেন লঙ্কান টেস্ট অধিনায়ক রঙ্গনা হেরাথ। শ্রীলঙ্কার বর্তমান দলের অনেকেই তার শিষ্য, এটাই বাংলাদেশ কোচের প্রধান অস্ত্র বলে ভয় পাচ্ছেন হেরাথ। শ্রীলঙ্কা নেমেই এই শ্রীলঙ্কান হেরাথদের দিয়েছেন হুঙ্কারÑ ‘আমাদের প্রস্তুতি অন্যদের চেয়ে আলাদা নয়। যদি আমরা নিজেদের সামর্থ দিয়ে খেলতে পারি, তাহলে আমাদের জন্য দারুণ সুযোগ থাকছে। আমরা শ্রীলঙ্কাকে হালকাভাবে নিচ্ছি না।’
শ্রীলঙ্কাতে পা রেখে এই প্রথম নিজের দেশের বিপক্ষে অবতীর্ণ হয়েও রোমাঞ্চিত হাতুরুসিংহেÑ ‘আমি এই ভেবে খুশি যে, শ্রীলঙ্কা সফরে আছি। এই সুবাদে আমার মাকে দেখার সুযোগ পেলাম। বেশ কয়েক বছর ধরেই অনেক সমর্থন ও অনুপ্রেরণা পাচ্ছি।’ বর্তমানে বাংলাদেশ দলটি ৯০ দশকে শ্রীলঙ্কার উত্থানপর্বকে দিচ্ছে মনে করিয়ে, এমন মূল্যায়নই করেছেন হাতুরুসিংহেÑ‘আমি যখন শ্রীলঙ্কার হয়ে খেলেছি, তখনকার শ্রীলঙ্কার দৃশ্যই ছিল এখনকার বাংলাদেশের মতো। শেখার মধ্য দিয়েই এগোচ্ছিলাম। নব্বইয়ের মাঝামাঝি সময়ে আমাদের সব কিছুতেই পরিবর্তন আসে। আমি বলব, এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা সেরকমই।’
এদিকে হায়দারাবাদ টেস্টে ঋদ্ধিমান সাহার স্ট্যাম্পিং মিস করে ওই ব্যাটসম্যানকে বোনাস সেঞ্চুরি উপহার দেয়ায় বিসিবির রোষানলে পড়ে শেষ পর্যন্ত টেস্টে উইকেট কিপিং ছাড়তেই হচ্ছে মুশফিকুর রহিমকে। ৫২ টেস্টে ৯৫ ডিসমিসালে শ্রীলঙ্কা সফরে ডিসমিসালের সেঞ্চুরির স্বপ্ন ভঙ্গ হতে চলেছে মুশফিকুর রহিমের। শ্রীলঙ্কা যাত্রার প্রাক্কালে গত ২৬ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে উইকেট কিপিং অব্যাহত রাখতে আগ্রহী বলে ইচ্ছে প্রকাশ করেছিলেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। তবে সিদ্ধান্তটা বিসিবি কিংবা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে নেয়া হলে সেই সিদ্ধান্ত মেনে নিবেন বলেও দিয়েছিলেন মিডিয়াকে কথা।
অধিনায়কত্ব, গুরুত্বপূর্ণ পজিশনে ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট কিপিংয়ের বোঝাটা একটু বেশিই মনে হচ্ছে বলে ২ বছর আগে ভারত এবং দ.আফ্রিকার বিপক্ষে ৩ টেস্টে কিপিং ছাড়তে হয়েছিল মুশফিকুরকে। তার জয়গায় ওই তিন টেস্টে সুনামের সঙ্গে কিপিং করেছেন লিটন দাস। গত বছরে এশিয়া কাপ টি-২০তেও কিপিং গ্লাভস খুলে রাখতে হয়েছিল তাকে টিম ম্যানেজমেন্টের নির্দেশে। শ্রীলঙ্কা যাত্রার আগে বিসিবির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এ গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বসেছিলেন মুশফিকুরের সঙ্গে। উদ্দেশ্য একটাই, মুশফিকুরের মনোভাব জানা। এবার পাকাপাকি ভাবে টেস্ট থেকেও কিপিং গ্লাভস খুলে ফেলছেন, শ্রীলঙ্কা সফরেই তা দৃশ্যমান হবে বলে বিডি ক্রিকেট জানিয়েছে গতকাল। শুধু এই অনলাইনটিই নয়, বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানও একটি বেসরকারি  টিভি চ্যানেলকে দিয়েছেন এমন তথ্যই। টেস্টে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে ৬ নম্বর পজিশনে ব্যাটিং মানায় না বলে তাকে ৪ নম্বরে প্রমোশন দেয়ার সিদ্ধান্তও নাকি জানিয়ে দেয়া হয়েছে বলে একটি অনলাইন পোর্টাল করেছে নিউজ।
এদিকে গত ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি ইংলিশ ফিজিও ডিন কনওয়ে। পেমেন্ট ইস্যুতে ক্ষুব্ধ ডিন কনওয়ের ঝামেলা মিটিয়ে দু’তিন দিনের মধ্যে তাকে শ্রীলঙ্কা পাঠানো হবে বলে বিসিবি’র পক্ষ থেকে তখন জানানো হলেও প্রক্রিয়াটা লম্বা হওয়ায় শেষ পর্যন্ত দলের সঙ্গে যুক্ত হচ্ছেন না এই ইংলিশ। এমনটাই গতকাল জানিয়েছেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনÑ‘ পেমেন্টের প্রক্রিয়াটি বিলম্বিত হচ্ছে। তাই শ্রীলঙ্কায় তার না যাওয়ার সম্ভাবনাই বেশি।’ তবে গত ডিসেম্বরে বাংলাদেশ দলের সঙ্গে ৩ বছরের চুক্তিতে যুক্ত হওয়া এই ইংলিশ ফিজিওকে ৩ মাসের মাথায় দায়িত্ব ছেড়ে দিয়ে দেশে ফিরে যেতে  হচ্ছে বলে একটি অনলাইন পোর্টনালকে জানিয়েছেন বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানÑ‘কনওয়ের সঙ্গে আমাদের বেশ কিছুদিন থেকেই বনিবনা হচ্ছিল না। তাই তাকে আমরা ছেড়ে দিয়েছি।  তিনি দেশে ফিরে গেছেন।’



 

Show all comments
  • মিলন খন্দকার ২ মার্চ, ২০১৭, ১২:২৫ পিএম says : 0
    ভালো হবে।
    Total Reply(0) Reply
  • S.m. Faruk Hossain ২ মার্চ, ২০১৭, ১২:৩৯ পিএম says : 0
    good,,, welcome
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুশফিক

১৮ সেপ্টেম্বর, ২০২২
৫ সেপ্টেম্বর, ২০২২
৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ