Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬ মার্চ জাতীয় পাট দিবস

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সোনালি আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ স্লোগানে প্রথমবারের মতো সারাদেশে জাতীয় পাট দিবস পালন করতে যাচ্ছে সরকার। আগামী ৬ মার্চ জাতীয় দিবসটি পালিত হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে পাট মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী মির্জা আজম জানান, জাতীয় পাট দিবস উপলক্ষে আট দিনের কর্মসূচি নেয়া হয়েছে।
দিবসটি উপলক্ষে ৪ মার্চ বিকেল ৪টায় হাতিরঝিলে নৌ-র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ৫ মার্চ সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের সামনে পাটের তৈরি ক্যানভাসে চিত্রাঙ্কন, ৬ মার্চ সংসদ ভবনের সামনেসহ জেলা ও উপজেলা পর্যায়ে র‌্যালি ও জাতীয় দৈনিকে ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
৯ মার্চ সকালে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদি ইনস্টিটিউটে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মেলা ১১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ পর্যন্ত খোলা থাকবে। মেলায় ১৩৫ রকমের পণ্য পাওয়া যাবে। জাতীয় পাট দিবস উপলক্ষে ১ মার্চ থেকে রাজধানীর প্রধান সড়ক ও সড়ক দ্বীপে আলোকসজ্জা করা হবে।
মির্জা আজম বলেন, পাট শিল্পের পুনরুজ্জীবন ও আধুনিকায়নের ধারা বেগবান করা, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে পাটের চাহিদা বৃদ্ধির ব্যাপক প্রচারণার লক্ষ্যে জাতীয় পাট দিবস পালন করা হবে। বাংলাদেশের অর্থনীতি, সমাজ ও সংস্কৃতিতে পাটের ভ‚মিকা অপরিসীম। দেশের প্রায় চার কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ খাতের ওপর নির্ভরশীল। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৬

৫ ডিসেম্বর, ২০২২
২২ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ