বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আগামী ৪ মার্চ ঢাকা মহানগর নাট্যমঞ্চ সম্মুখস্থ ময়দানে মুনিরীয়া যুব তাবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের ঐতিহাসিক এশায়াত সম্মেলন অনুষ্ঠিত হবে। এশায়াত সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন কাগতিয়া আলীয়া দরবার শরীফের মোর্শেদ আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী। সম্মেলনকে উপলক্ষ করে সংগঠনের সমন্বয় পরিষদগুলো ইতোমধ্যে চ‚ড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে। রাস্তায়, অলি-গলি পোস্টারিং-ব্যানার, বিলবোর্ড, প্লাকার্ড এবং চিকার মাধ্যমে প্রচারণা চালাচ্ছে। প্রতিটি এলাকায় গণসংযোগ চলছে। প্রতিটি মসজিদে লিফলেট বিতরণ করেছে। ট্যাক্সি মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালাচ্ছে। সম্মেলনে অংশগ্রহণ করার লক্ষ্যে মুনিরীয়া যুব তাবলীগ কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সমন্বয় পরিষদ, ঢাকা মহানগর শাখা, হাটহাজারী ফটিকছড়ি সমন্বয় পরিষদ, উত্তর রাউজান ও দক্ষিণ রাউজান সমন্বয় পরিষদ, বোয়ালখালী-পটিয়া সমন্বয় পরিষদ, কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রাম সমন্বয় পরিষদ, রাঙ্গামাটি, ফেনী, কুমিল্লা ও দেশের অন্য জেলাগুলোতে বাস ভাড়া করেছে। এশায়াত সম্মেলনে যোগদানের লক্ষ্যে ইউরোপ, আমেরিকা. কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য দেশ সউদী আরব, কুয়েত, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত থেকে মুসল্লিগণ আসতে শুরু করেছেন। উক্ত এশায়াত সম্মেলনে সকল মুসলিম মিল্লাতের প্রতি দ্বীনি দাওয়াত রইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।